৬ সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে মাইনের সমস্ত টাকা, না হলে কি হবে ‘শাস্তি’?

SSC Recruitment Case What if teachers failed to return salary

৬ সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে মাইনের সমস্ত টাকা, না হলে কি হবে ‘শাস্তি’?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সুপ্রিম কোর্টের রায় এক ধাক্কায় চাকরি চলে গিয়েছে প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকাদের। স্বাভাবিকভাবেই আকাশ ভেঙ্গে পড়েছে তাদের মাথায়! তবে শুধুমাত্র চাকরি বাতিল নয় সাথে আরও কিছু নির্দেশ দেওয়া হয়েছে শীর্য আদালতের তরফ থেকে। মোট চাকরি যাওয়া ২৫ হাজার ৭৫২ জনের মধ্যে পাঁচ হাজারেরও বেশি এমন নাম রয়েছে যারা সাদা খাতা জমা করে বা OMR শীটে নম্বর জালিয়াতির জেরে চাকরি পেয়েছেন। তাদের ২০১৬ সাল থেকে এ পর্যন্ত পাওয়া সমস্ত বেতন ফেরত দিতে হবে সুদসহ এমনটাই জানা যাচ্ছে।

মাইনের টাকা ফেরত দিতে হবে চাকরি হারা শিক্ষকদের

হ্যাঁ ঠিকই দেখছেন। মোট ৫ হাজার ৪৮৫ জন শিক্ষক-শিক্ষিকার নাম রয়েছে এই তালিকায়। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই সকল ব্যক্তিদের ২০১৬ সাল থেকে পাওয়া মাইনের সমস্ত টাকা এবং তার উপর প্রযোজ্য সুদ সবটাই জমা দিতে হবে সরকারের কাছে। কলকাতা হাইকোর্টের রায়ে উল্লেখ করা এই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টও। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কেউ সেই টাকাটা ফেরত না দিতে পারে তাহলে কি ঘটবে তার সাথে? এই প্রশ্ন যেমন ঘটছে চাকরি হারাদের মাথায় তেমনি ঘুরছে সাধারণ মানুষের মনেও।

টাকা ফেরত না দিতে পারলে কি হবে?

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের যে রায় দিয়েছে তাতে আলাদা করে টাকা ফেরত না দিতে পারলে কি হবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। তবে যেহেতু এই রায়টি কলকাতা হাইকোর্টের তরফে আগে দেওয়া হয়েছিল তাই সেই শুনানিতে থাকা নিয়ম কার্যকরী হতেও পারে।

আরও পড়ুনঃ ৫ মিনিটেই ১.৫ লাখের ইনস্ট্যান্ট লোন দেবে PhonePe, জানুন আবেদনের পদ্ধতি

কলকাতা হাইকোর্টের দেওয়া রায় জানানো হয়েছিল যদি টাকা ফেরত না দেওয়া হয় তাহলে রেভিনিউ রিকভারি অ্যাক্ট 1980 অনুযায়ী টাকা সংগ্রহ করা হবে। এর মানে হলো যেভাবে অন্যান্য কর নিয়ে থাকে সরকার সেভাবেই এরিয়ার অফ ল্যান্ড রেভিনিউ হিসাবে এই টাকাটাকে উদ্ধার করা হবে। আর সবটাই হবে ছয় সপ্তাহের মধ্যে।

সঙ্গে থাকুন ➥