WB DA Update
Shree Bhattacharjee
Shree Bhattacharjee

Published:

কেন্দ্র বাড়ালেও, কেন পশ্চিমবঙ্গ সরকার DA নিয়ে নিশ্চুপ! প্রকাশ্যে এল আসল কারণ

শ্রী ভট্টাচার্য, কলকাতা: কেন্দ্রীয় কর্মচারীদের আশা এখন তুঙ্গে। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, এই সরকারি কর্মচারীদের অনেকেই, অষ্টম বেতন কমিশন ঘোষণা, তারপর বেতন বৃদ্ধির আশা করছেন। তবে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পরিস্থিতি ভিন্ন। চাতক পাখির মতো পর্যাপ্ত মহার্ঘ ভাতার (Dearness Allowance) আশার দিন গুনছেন। কারণ রাজ্যের DA বৃদ্ধি হয়নি, যার ফলে অনেকেই হতাশ।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি

সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ্য ভাতা (ডিএ) পাচ্ছেন, যা বর্তমানে ৫৩% নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালের দীপাবলির আগে, ডিএ ৫০% থেকে বৃদ্ধি করে ৫৩% করা হয়েছিল। এরই সঙ্গে বৃহস্পতিবার আবার অষ্টম বেতন কমিশন অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এমন পরিস্থিতিতে, কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বেতন এবং ডিএ কাঠামো নির্ধারণকারী কমিশন শীঘ্রই গঠিত হবে বলে আশা করা হচ্ছে। সূত্রের দাবি, ২০২৬ সালের মধ্যে এর চূড়ান্ত রূপরেখা তৈরি হয়ে যাবে। সব মিলিয়ে কেন্দ্রীয় কর্মীদের এখন সোনায় সোহাগাই বটে।

অষ্টম বেতন কমিশনের কত টাকা বেতন বাড়তে পারে?

২০১৬ সালে শুরু হওয়া সপ্তম বেতন কমিশনের অধীনে, ন্যূনতম মূল বেতন ছিল ১৮,০০০ টাকা। যদিও অষ্টম বেতন কমিশনের অধীনে বেতন বৃদ্ধির সঠিক বিবরণ এখনও স্পষ্ট নয়, তবুও কমিশন গঠনের অনুমোদন কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে আশার আলো জাগিয়েছে। ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকার বেশিই হবে বলে দাবি রাখা হচ্ছে।

বাংলার কর্মীদের DA কেন বাড়ছে না?

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এদিন পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় কর্মচারীরা অষ্টম বেতন কমিশন থেকে উপকৃত হলেও, রাজ্যের কর্মচারীরা পুরনো বেতন স্কেলের ভিত্তিতে ডিএ পাচ্ছেন। এর ফলে ৪৯ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হতে চলেছেন। তিনি এদিন আরও উল্লেখ করেন যে বাংলার ঋণ পরিস্থিতি রাজ্যকে বেশি পরিমাণে ডিএ দিতে বাধা দিচ্ছে। যার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন।

পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান অবস্থান

ষষ্ঠ বেতন কমিশনের পর থেকে পশ্চিমবঙ্গ নতুন বেতন কমিশন চালু করেনি, অন্যদিকে কেন্দ্রীয় সরকার সপ্তম এবং এখন অষ্টম বেতন কমিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় কর্মচারীদের সমান হারে ডিএ প্রদান করা আর্থিকভাবে সম্ভব নয়।

বর্তমানে কত শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা?

কেন্দ্রীয় সরকারের বিপরীতে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে ডিএ পাচ্ছেন। বর্তমানে, বাংলার কর্মচারীরা মাত্র ১৪% ডিএ পাচ্ছেন, যা কেন্দ্রীয় কর্মচারীদের ৫৩% ডিএ পাওয়ার চেয়ে অনেক কম। বৃদ্ধির আশা থাকা সত্ত্বেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালের ক্রিসমাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করেননি, যার ফলে কর্মীরা খুবই হতাশ হয়ে পড়েছেন।

Shree Bhattacharjee

Shree Bhattacharjee

Shree Bhattacharjee is a writer at Newzshort.com, where she covers a variety of topics including current events, technology, and lifestyle. With a knack for simplifying complex issues, Shree delivers clear, engaging content that keeps readers informed and engaged. Her writing is characterized by its precision, insight, and an ability to make even the most intricate subjects accessible to a wide audience.