পুলওয়ামা বিস্ফোরণ কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেখানে জৈইশ-ই-মহম্মদ প্রধান মাশুদ আজহারকেই এই হামলার মাথা হিসেবে ধরা হয়েছে তার সঙ্গে ছিল মাশুদের এক আত্মীয় এবং তার দেহরক্ষী। এই মর্মান্তিক বিস্ফোরণ ঘটানোর আগে এই তিন ব্যক্তি ভারতেই ছিলেন বলে অনুমান করা হচ্ছে। ভারতের মাটিতে বসেই কষা হয়েছিল হামলার ছক।