জঙ্গি সংগঠনকে আর্থিক মদত! সোনা পাচার কান্ডে চাপে কেরলের বাম সরকার

কেরলে সোনা পাচারের ঘটনায় চাপে পড়ে গেল কেরলের বাম সরকার। কেরলের একাধিক প্রথম সারির কর্তা-ব্যক্তি জঙ্গি সংগঠন মজবুত করার কাজে মদত দিচ্ছিল বলে উঠে এসেছে তদন্তে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)-এর দাবি, সোনা পাচার কাণ্ডের প্রত্যেক অভিযুক্তই জঙ্গি কার্যকলাপে যুক্ত। মূল অভিযুক্ত স্বপ্না সুরেশের ফোন ঘেঁটে জানা গিয়েছে তার সঙ্গে পিনারাই বিজয়ন প্রশাসনের এক মন্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিল তার। তদন্তকারী সংস্থার আরও দাবি, আগামী দিনে নিজেদের সংগঠন মজবুত করে দেশের অর্থনীতির ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা।

Avatar

Koushik Dutta

X