Arijit

‘কোহলির মুখের ভাষা সবথেকে খারাপ,’ ম্যাচ হেরে কুৎসা রটাচ্ছে প্রাক্তন ইংরেজ ক্রিকেটার

লর্ডস টেস্টে ভালো পজিশনে থেকেও ভারতের কাছে লজ্জার হার হেরেছে ইংল্যান্ড। 151 রানে এই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারত। আর তারপর থেকে বেশ কয়েকজন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার লাগাতার আক্রমন করে চলেছেন ভারতীয় ক্রিকেটারদের। বিশেষ করে আক্রমণের তীর বার বার চলে যাচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলির দিকে। ইংল্যান্ডের হয়ে মাত্র 16 টি টেস্ট ম্যাচ খেলা ইংরেজ ক্রিকেটার নিক কম্পটন এবার সরাসরি নোংরা ভাবে আক্রমন করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। তাঁর মতে ‘কোহলির মুখের ভাষা সবথেকে খারাপ।’ মাত্র 16 টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা থেকেই তিনি কোহলি সম্বন্ধে এমন ভয়ানক মন্তব্য করে বসলেন।

   

2012 সালে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে নিক কম্পটনের। তবে তার কেরিয়ার দীর্ঘস্থায়ী হয় নি। অল্প কয়েক দিনের মধ্যেই আন্তর্জাতিক দল থেকে ছাঁটাই হন নিক কম্পটন। তিনি কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেন 2016 সালে। 4 বছরে মাত্র 16 টি টেস্ট খেলেন কম্পটন।

তবে টাইটারে এমন পোষ্ট করার পর নিজেই লজ্জার সম্মুখীন হন কম্পটন। এক নেটনাগরিক লিখেছেন, “কোহলির বিরুদ্ধে খারাপ কথা বলে প্রচারের আলোয় আসতে চাইছেন কম্পটন।” আবার অনেকেই ইংরেজ খেলোয়াড়দের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন।