Winter started Temperatures will drop with in sunday West Bengal Weather Forecast

তৈরী রাখুন শীতের জামা, রবিবারের আগেই জাঁকিয়ে পড়বে ঠান্ডা! দেখুন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

পার্থ মান্নাঃ দুদিন আগেও যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ থেকে ২৪ ডিগ্রি সেখানে ২০ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। অর্থাৎ বাংলায় শীতের শুরু হয়ে গিয়েছে বলা যেতেই পারে। রাতে রীতিমত চাদর গায়ে দিতে হচ্ছে। এদিকে সকালে ঘন কুয়াশাতে আছন্ন হচ্ছে রাস্তাঘাট। সব মিলিয়ে শীতের আগমন জানান দিয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন হবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক মৌসম ভবন বা IMD এর রিপোর্ট।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল শুক্রবার সকাল থেকেই কলকাতার আবহাওয়া একেবারে শুষ্ক। ভোরের টিকে কুয়াশায় ঘিরবে রাস্তাঘাট, তবে বেলা বাড়তেই রোডের দেখা মিলবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে তবে মাঝে হালকা মেঘ এলেও বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গেও আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে উত্তুরে হাওয়াও প্রবেশ করতে শুরু করবে ফলে প্রায় সব জেলাতেই তাপমাত্রাও নামবে কিছুটা। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায় ঠান্ডার অনুভূতি হাড়েহাড়ে টের পাওয়া যাবে। তবে পশ্চিমি ঝঞ্ঝা এখনও সম্পূর্ণ কাটেনি। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপও সক্রিয় রয়েছে তার জেরে উত্তর পূর্ব ভারতের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের তাপমাত্রা শুষ্ক থাকবে বলেই মনে করা হচ্ছে। আপাতত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা সর্বোচ ২৭/২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১০/১২ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই আরও নামবে উষ্ণতার পারদ। আবহাওয়া দফতর মতে আগামী ৫ দিনের মধ্যেই ৪ ডিগ্রি পতন হতে পারে তাপমাত্রায়। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X