নিউজশর্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে কোটি কোটি মানুষ বিনামূল্যে রেশন (Free Ration) পান। করোনা কাল থেকে শুরু করে আজও বহু মানুষকে বিনামূল্যে বা নূন্যতম দামের বদলে চাল, গম, ডাল ও চিনি দেওয়া হয়। কিন্তু এবার সেই রেশন কার্ডই (Ration Card) বন্ধ হয়ে যেতে পারে! কেন জানেন? চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক।
রেশন কার্ড পেতে হয় কিছু নিয়ম মানতে হয়, তবেই কার্ড পাওয়া যায়। যদি নিয়ম না মানা হয় তাহলে কার্ড বাতিল বা মোটা অঙ্কের জরিমানাও হতে পারে। বিশেষ করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা এর দৌলতে বিনামূল্যে রেশন পাওয়া যায়। আগামী ৫ বছর দরিদ্রসীমার নিচে থাকা মানুষদের এই কার্ডের মাধ্যমেই রেশন দেওয়ার হবে।
কোন Ration Card বাতিল হতে পারে!
বর্তমানে তিন ধরণের রেশন কার্ড রয়েছে, যেগুলি হল APL,BPL ও অন্নপূর্ণা কার্ড। অন্নপূর্ণা কার্ডেই সবথেকে বেশি সুবিধা দেওয়া হয়েছে গরিবদের। কিন্তু এই কার্ডে বহু অযোগ্য মানুষেরা চাল গম নিয়ে চলেছেন। এবার এই সমস্ত কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রেশন কার্ডের অযোগ্য কারা?
সম্প্রতি যে নির্দেশিকা সামনে এসেছে তা অনুযায়ী রেশন কার্ড বৈধতা পেতে হলে কিছু শর্ত মানতে হবে। সেগুলি কি কি? নিচে দেওয়া হল:
- প্রথমেই বলতে হবে যে ভারতীয় নাগরিকেরই রেশন পাবেন, যদি ভারতের স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন তাহলে তাকে রেশন দেওয়া হবে না।
- যে পরিবারের বার্ষিক আয় ২ লক্ষের অধিক তাদের রেশন দেওয়া হবে না।
- এমনকি যদি রেশন কার্ড হোল্ডারের আড়াই একরের বেশি জমি, বাড়ি ও গাড়ি থাকে তাহলে তাকেও রেশনের সুবিধা প্রদান করা হবে না।
কাদের রেশন কার্ড বৈধ?
- মূলত দারিদ্রসীমার নিচে ও উপরে থাকা মানুষদের জন্যই রেশনের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে। তাই যারা দারিদ্রসীমার উপরে তাদের APL কার্ড দেওয়া হবে।
- যারা দারিদ্রসীমারও নিচে থাকেন তাদের BPL কার্ড প্রদান করা হবে।
- সর্বশেষে যাঁরা অতি দরিদ্র তাদের জন্য অন্নপূর্ণা কার্ড দেওয়া হবে। এই কার্ডেই সর্বোচ্চ চাল ও গম পাওয়া যাবে।