nokia new smartphone maze pro lite here all features details

Moumita

আসছে কিং অফ অল স্মার্টফোনস! যেখানে পাত্তা পাবে না আইফোন থেকে স্যামসাং কোনোটাই

ফের একবার মার্কেট কাঁপাতে আসছে নোকিয়া(Nokia)। টেকনোলজির দিনে একাধিক নতুন(New) ফিচারস সহ নতুন এক স্মার্টফোন(Smartphone) আনতে চলেছে তারা। আজকের দিনের টপমোস্ট ব্র্যান্ডদের অনায়াসে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে নোকিয়ার এই নতুন ফোন। অত্যাধুনিক ফিচারস এবং নোকিয়ার বার্সাকে সম্বল করে ইউজারদের চর্চায় চলে এসেছে নোকিয়ার এই মডেলটি।

   

সূত্রের খবর, ডিএসএলআর-র মতো ক্যামেরা কোয়ালিটি এবং ৭ হাজার ৮০০ এমএএইচ ব্যাটারি পাওয়ার যুক্ত এই ফোন আইফোনকে পিছিয়ে দেওয়ার ক্ষমতা ধরে। জানিয়ে দিই, নোকিয়ার এই নতুন মডেলটির নাম হল নোকিয়া মেজ প্রো লাইট। বাজারে নোকিয়ার এমন রাজকীয় কামব্যাক দেখে যারপরনাই খুশি ইউজাররাও‌।

তাহলে চলুন একনজর দেখে নিই এতে কী কী ফিচার্স রয়েছেঃ এই স্মার্টফোনটির ডিসপ্লে হচ্ছে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন ২ চিপসেট প্রসেসর রয়েছে এতে। একে ৮ জিবি এবং ১২ জিবি স্টোরেজ মেমোরি রয়েছে। ইন্টারনাল স্টোরেজের কথা বললে তা হল ১২৮ গিগাবাইট এবং ২৫৬ গিগাবাইট।

পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সহজেই এর স্টোরেজ ৫১২ জিবি বা ১ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়ার ক্যাপাসিটি রয়েছে। ক্যামেরা কোয়ালিটির কথা বললে এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৩২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, ১৬ মেগাপিক্সেলের থার্ড সেন্সর এবং ৫ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফ্রন্ট ক্যামেরার ক্যাপাসিটি হল ৪৮ মেগাপিক্সেল‌।

ব্যাটারির কথা বললে, ফোনটিতে রয়েছে ৭ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই অত্যাধুনিক ফিচারস যুক্ত এই ফোনটির দাম আনুমানিক ৩০ হাজার টাকা। চলতি মাসেই ফোনটি লঞ্চ করা হতে পারে খবর। আর তখনই ফোনটির ব্যাপারে যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেই আশা করছেন ইউজাররা।