Papiya Paul

North Sikkim: খুলছে রাস্তা, এবার সহজেই যাবেন উত্তর সিকিম! মানতে হবে এই টাইমটেবিল

নিউজশর্ট ডেস্কঃ বহু পর্যটকদের কাছে উত্তর সিকিমের(North Sikkim) জনপ্রিয়তা সবথেকে বেশি। সিকিমে ঘুরতে গেলে উত্তর সিকিম পছন্দ অনেক পর্যটকের। তবে এই উত্তর সিকিম ভ্রমণ যতটা কঠিন ততটাই আনন্দের। এর কারণ উত্তর সিকিমের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা অন্য কোথাও আর মেলে না।

   

যদিও গত বছর অক্টোবর মাসের পর থেকে বারে বারে ধস এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সিকিমের পর্যটকদের ভ্রমণ একপ্রকার নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর কারণ সিকিমে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ রাস্তা চুংথাং থেকে মঙ্গন পর্যন্ত বিপত্তির সম্মুখীন ছিল। আর এরপরে বন্ধ হয়ে গিয়েছিল টুং নাগা রাস্তা।

তবে এবার এই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে উত্তর সিকিম। বৃহস্পতিবার থেকে ওয়ানওয়ে হিসেবে লাচেন থেকে চুংথাঙ্গগামী এই রাস্তাটা খুলে দেওয়া হয়েছে। প্রায় ছয় মাস পরে আবার সংযোগ স্থাপন হয়েছে এই রাস্তার মধ্যে দিয়ে। যদিও এই রাস্তার কাজ এখনো সম্পূর্ণ মেরামত হয়নি। কাজ চলছে।

যে কারণে এই রাস্তার উপর দিয়ে যাতায়াতের ক্ষেত্রে এখনো বেশ কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। এই রাস্তায় যাতায়াত করার জন্য সকাল ৭ টা থেকে খোলা থাকবে। এই রাস্তা দিয়ে সকালের দিকে কেবলমাত্র লাচেনে ওঠার সময় দেওয়া হবে মাত্র ১ ঘন্টা। আপাতত সকাল ৭ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Sikkim: এখন আর ১৬ ঘন্টা নয়, মাত্র দেড় ঘণ্টায় পৌঁছে যান সিকিম, রইল বিমানে যাওয়ার টাইমটেবিল

আবার এই রাস্তা দিয়ে লাচেন থেকে চুংথাং ফিরে আসার জন্যও এক ঘন্টায় সময় দেওয়া হয়েছে। এই সময় হল বিকেলের দিকে ৩ টে থেকে ৪ টে পর্যন্ত। আবার বিকেলের ৪ টে থেকে সাড়ে ৫ টা পর্যন্ত লাচেনের দিকে যাওয়ার জন্য অনুমতি মিলছে। যেহেতু রাস্তায় কাজ চলছে।

তাই এই রাস্তার উপর দিয়ে সকাল ৮ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত কোন রকমের যানবাহন চলাচল করতে দিচ্ছে না। একইভাবে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে কোন যানবাহন চলাচলের অনুমতির মিলছে না। সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবার পর পর্যটকদের জন্য এই রাস্তা খুলে দেওয়া হবে। যদিও কবে থেকে পর্যটকদের জন্য এই রাস্তা খুলে দেওয়া হবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।