মাত্র ১৫০০ টাকা খরচে ঘুরে আসুন এই মনোরম পরিবেশ থেকে, রাতের সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যাবে

নিউজশর্ট ডেস্কঃ এখন শুধু আর দার্জিলিং(Darjeeling) নয়, পাহাড় বলতে নানা অফবিট জায়গা ঘুরতে যেতে ভালোবাসেন বাঙালিরা। কালিম্পঙ-এ এরকম বহু অফবিট লোকেশনের(Offbeat Destination) খোঁজ ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন ভ্রমণপিপাসু পর্যটকেরা। এখানে নিরিবিলিতে বেশ কিছুদিন সময় কাটাতে চান তারা এই অজানা গ্রামের হদিস ঠিক খুঁজে রাখেন। আজকের এই প্রতিবেদনে সেরকমই এক অজানা গ্রামের কথা বলতে চলেছি আমরা।

ভাদ্র মাস শুরু হতে হতে অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বৃষ্টি হলেও তাপমাত্রার সেরকম হেরফের লক্ষ্য করা যাচ্ছে না। তাই পাহাড়ে কিছুটা সময় একান্তে নিরিবিলিতে কাটাতে চাইছেন পর্যটকেরা। চলুন তাহলে এই নতুন জায়গা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই। এই ভ্যাপসা গরমে আপনারা চলে যেতে পারেন কালিম্পং সংলগ্ন ‘মুনথুম’এ(Munthum)। এই জায়গা একদমই নিরিবিলি, কোলাহল আপনাকে ছুঁতেও পারবেনা।

বেশ কিছুদিনের জন্য মিলবে পরিবেশ দূষণের হাত থেকে রেহাই। এখানে গেলে আপনি বেশ ভুলে যাবেন সবকিছু। এই মুনথুম কথার অর্থ হল ‘পূর্ণিমা’। এই জায়গার পূর্ণিমার রাতের সৌন্দর্য ভোলার নয়। চারিদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু সবুজ আর সবুজ। পাখির ডাক অন্যদিকে নিরিবিলি শান্ত পরিবেশ এই অসাধারণ অভিজ্ঞতা মনে থেকে যাবে সারা জীবন।

এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টের সুবিধা রয়েছে। ১০-১২ টি পরিবার মিলে এখানে একটি ছোট্ট গ্রাম তৈরি হয়েছে। এই কটেজ গুলোতেই আপনারা থেকে যেতে পারবেন। এখান থেকে কালিম্পং শহরকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন আপনি।

কিভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি করে পৌঁছে যেতে পারবেন এই জায়গাতে। চাইলে আপনি কালিম্পং হয়েও এই গ্রামে প্রবেশ করতে পারেন। এখানে একজনের থাকা খাওয়া নিয়ে খরচ দেড় হাজার টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে। আর দেরি না করে চটপট বেরিয়ে আসুন এই মনোরম পরিবেশ থেকে।

Avatar

Papiya Paul

X