Papiya Paul

দীঘা নয়, এবারের পুজোর ডেস্টিনেশন এই অজানা জঙ্গল, খরচ আপনার সাধ্যের মধ্যেই

নিউজশর্ট ডেস্কঃ New Travel  Destination Joypur Jungle: বাঙালি একটু সময় পেলেই ঘুরতে যাওয়ার জন্য লাফালাফি করতে থাকেন। এই ঘুরতে যাওয়ার অভ্যাসটা মানুষকে অনেক সমস্যা থেকেও দূর করে। ঠিক যেমন শারীরিক অসুস্থতার ক্ষেত্রে অনেক সময় ডাক্তারেরা ঘুরতে যাওয়ারও পরামর্শ দেন। আপনি যদি দীর্ঘদিন অফিসের চাপে ক্লান্ত পড়েন, তাহলে মাঝেমধ্যে এরকম ঘুরতে যেতে পারবেন।

   

তবে দীঘা(Digha), পুরী(Puri), কিংবা দার্জিলিং(Darjeeling) নয় আপনার বাড়ির আশেপাশে এমন অনেক জায়গা রয়েছে যা হয়তো আপনি জানেন না। আজকের এই প্রতিবেদনে এমনই একটি ঠিকানার খোঁজ দেব। যেখানে গেলে আপনার মন ভরে যাবে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য(Natural Beauty) দেখে চোখ জুড়িয়ে যাবে। ইতিমধ্যেই শহরে বর্ষা ঢুকে গেছে। বৃষ্টিতে রাস্তাঘাট সমস্ত কিছুই এখন ভেজা ভেজা। তবে মন কিন্তু এই সময় ঘুরতে যাবার জন্য আকুল।

এই বর্ষায় জঙ্গলে ঘুরতে গেলে কেমন হয়? চিন্তা করবেন না ডুয়ার্সে নিয়ে যাচ্ছি না আপনাকে, বরং আপনার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই জঙ্গল। এই জঙ্গলের নাম ‘জয়পুর জঙ্গল'(Joypur Jungle)। কলকাতা থেকে মাত্র ১৭৫ কিলোমিটার দূরে বাঁকুড়ার(Bankura) এই জঙ্গল আছে। আপনি সড়কপথ ধরে যেতে চাইলে সময় লাগবে ৪ ঘন্টা।

আর যদি ট্রেনে যান সে ক্ষেত্রে প্রথমে হাওড়া থেকে বিষ্ণুপুর গ্রামের কোন ট্রেনে উঠে পড়তে হবে। সেখান থেকে জয়পুর জঙ্গল মাত্র ১২ কিমি। এখানে আপনি একটি ক্যাব নিয়েও চলে যেতে পারেন। এই জঙ্গলে গিয়ে আপনি দেখবেন দুইদিকে সারি সারি গাছের মধ্যে দিয়ে চলে গিয়েছে রাস্তা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে যাবে। এর সাথে বাঁকুড়ার লাল মাটি তো রয়েছেই।

এই জঙ্গলের শাল, সেগুন, মহুয়া নিম গাছ যেন মাথা দুলিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে। এর সাথেই জঙ্গলের  ভিতরে হাতি ও চিতল হরিণের দেখা মিলবে। ভোরবেলা ঘুম ভাঙবে পাখির কিচিরমিচির শব্দতে। আর রাতে ঝিঁঝিঁ পোকার ডাকে গায়ে শিহরণ দিয়ে উঠবে।

এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। এই জঙ্গলের কাছাকাছি অনেকগুলো রিসোর্ট এবং হোমস্টে রয়েছে। তবে যাবার আগে এগুলো বুক করে নেওয়াই ভালো তাহলে আপনার কিছুটা ঝুঁকি কমবে। আর আপনি যদি বিষ্ণুপুর হয়ে যান তাহলে সেখানকার টেরাকোটার মন্দির একবার দর্শন করে নিতে পারেন। আর সাথেই টেরাকোটার জিনিসও কিনে নিতে পারেন আপনি।