Viral Story

anita

Viral Story: সকাল থেকে রাত ট্রেনেই কাটে জীবন! কি বিশেষত্ব আছে এই ট্রেনে? খরচ কত? জানলে ভিরমি খাবেন

নিউজ শর্ট ডেস্ক: দেশ হোক কিংবা বিদেশ সর্বত্রই ট্রেন (Train) মানেই অত্যন্ত আরামদায়ক একটি পরিবহন মাধ্যম। কিন্তু ট্রেনেই জীবন কাটাচ্ছেন এমন মানুষের কথা কখনও শুনেছেন? সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটিয়ে শোরগোল ফেলে দিয়েছে মাত্র ১৭ বছরের এক যুবক।

   

সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত গোটা দিনটাই তিনি ট্রেনে কাটান। তাও আবার এক-দু-দিন নয়।  দিনের পর দিন, মাসের পর মাস বছরের পর বছর এই ভাবেই কাটছে তাঁর।

ট্রেনই  নিশ্চিন্তের জীবন অতিবাহিত করে অভিনব নজির গড়েছেন জার্মানির বাসিন্দা ল্যাসে স্টোলি (Lasse Stolley)। ট্রেনে জীবন কাটানোর জন্য ২০২২ সালে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন ল্যাসে। যদিও তিনি আদতে উত্তর জার্মানির ফোচবাখ শহরের বাসিন্দা।

ট্রেন,Train,ল্যাসে স্টোলি,Lasse Stolley,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ট্রেনে থাকার জন্য নেহাত কম টাকা খরচ করেন না ল্যাসে। জানা যাচ্ছে সারাবছর ট্রেনে সফর করার জন্য তাঁর খরচ হয় মোট ১০ হাজার ডলার।  যা ভারতীয় মুদ্রায় ৮.৩ লক্ষ টাকার সমান।নিউ ইয়র্ক পোস্টের মতে জানা গিয়েছে দশ হাজার ডলার দিয়ে তিনি এক বছরের জন্য আনলিমিটেড টিকিট কিনে ট্রেনে সফর করে চলেছেন।

আরও পড়ুন: বিদেশে গেলেই মিলবে জামাই আদর! ভারতীয় এই পাসপোর্টে ভিসা ছাড়াই রয়েছে ভ্রমণের সুযোগ

ট্রেনের মধ্যেই  জীবন কাটানোর জন্য তার রোজকার আলাদা রুটিনও রয়েছে। সবচেয়ে মজার বিষয় হল খাওয়া-দাওয়া থেকে শুরু করে ঘুম-জামা কাপড় ধোয়া কাচা এমনকি অফিসের কাজ সবটাই তিনি অত্যন্ত দক্ষতার সাথেই সেরে ফেলেন ট্রেনের মধ্যেই। যদিও তার জন্য তিনি সমস্ত কিছুই পরিকল্পনা করে ফেলেন আগে থেকে।

পেশায় সফ্টওয়্যার কোডার স্টোলি প্রতিদিন এসি ফার্স্ট ক্লাস ট্রেনে চেপেই জার্মানি থেকে ইউরোপের আশেপাশে মোট ৬০০ কিলোমিটার ভ্রমণ করেন। তবে ভ্রমণের আগেই তিনি অ্যাপের মাধ্যমে ট্রেনের সমস্ত রুট চেক করেন। তারপর নিজের পছন্দ মতো ট্রেন ধরেন তিনি। তবে দিনের বেলা তিনি নাকি কমিউটার ট্রেনে ভ্রমণ করেন। আর রাতে এমন একটি ট্রেনে ওঠেন  যেটি সকালের মধ্যেই তাঁকে তাঁর  গন্তব্যে পৌঁছে দেবে।