Ration Card

Papiya Paul

Ration Card: আর শুধু চাল, গম নয়, এবার রেশনে বিনামূল্যে মিলবে আরো ৯টি সামগ্রী, চমকে দিল সরকার!

নিউজশর্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন নিয়ে এখন সারাদেশে আলোচনা তুঙ্গে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার গুলোর তরফ থেকেও নানারকমের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ঠিক যেমন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা(Ration Card) নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে দেশের মানুষেরা আরো ৫ বছর বিনামূল্যে এই সুবিধা পাবেন।

   

সেই করোনার সময় থেকে বিনামূল্যে দেশের মানুষকে রেশন দেওয়া হচ্ছে। রেশনে যে সমস্ত খাদ্যসামগ্রী গুলো দেওয়া হয়ে থাকে তার মধ্যে আছে চাল, আটা অথবা গম। এর থেকে বেশি কিছু বিনামূল্যে উপভোক্তাদের দেওয়া হয় না। তবে এবার রেশনের বিনামূল্যে দেওয়া খাদ্য সামগ্রীর নতুন যে তালিকা প্রকাশ পেয়েছে, সেখানে অনেক কিছু খাদ্যসামগ্রী দেওয়া হতে পারে।

এবার সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থায় চাল, আটা অথবা গমের পাশাপাশি আরো ৯ টি জিনিস যুক্ত করা হচ্ছে। এই তালিকা দেখলে রীতিমত চমকে যাবেন সকলে। এই তালিকায় চাল, গম, আটার পাশাপাশি চিনি, তেল, ডাল এরকমই ৯ টি সামগ্রী থাকবে। তবে এই বিশেষ ব্যবস্থা পশ্চিমবঙ্গের মানুষেরা পাবেন না, এমনকি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যের মানুষেরাও এই সুযোগ পাচ্ছেন না।

Ration Card

আরও পড়ুন: Jio: ৪০০ টাকার কমে জব্বর অফার Jio-র, ৬ জিবি ডেটা ফ্রি, সঙ্গে ১৩ ওটিটি প্ল্যাটফর্ম দেখবেন বিনামূল্যে

এই সুযোগ দেওয়া হচ্ছে কেবলমাত্র রাজস্থানের সরকারের তরফ থেকে। রাজস্থানের সরকার গত কয়েক মাস ধরেই সেখানকার বাসিন্দাদের রেশন ব্যবস্থার মাধ্যমে এই সকল খাদ্য সামগ্রী দিচ্ছে। তবে সকল শ্রেণীর মানুষদের জন্য এই খাদ্য সামগ্রী বরাদ্দ নয়। একেবারেই গরীব, নিম্নবৃত্ত মানুষের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে।

Ration Card

এক্ষেত্রে এই সকল খাদ্য সামগ্রী পাবার জন্য যে সকল শর্ত রয়েছে সেগুলো হল উপভোক্তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। উপভোক্তা চাষযোগ্য জমি থাকলে হবে না। যাদের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ তারা এই সুবিধা পাবেন। সরকারের তরফ থেকে সমস্ত তথ্য ও বিচার বিবেচনা করার পরেই এই সুবিধা দেওয়া হবে।।