Kishore Kumar Biopic

Additiya

সৌরভ নয়, ১১ বছর ধরে কিংবদন্তী কিশোর কুমারের বায়োপিকে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন রণবীর কাপুর!

বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম রণবীর কাপুর (Ranbir Kapoor)। রোমান্টিক হিরো থেকে শুরু করে রাফ অ্যান্ড টাফ হিরো সব চরিত্রেই নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা মন ছুঁয়েছে দর্শকদের। সিনেমাপ্রেমীদের তিনি উপহার দিয়েছেন একাধিক সুপারহিট ছবি‌। অভিনেতা ঋষি কাপুরের পুত্র হলেও স্টারকিড তকমাকে কাজে না লাগিয়ে তিনি নিজেই গড়েছেন নিজের ক্যারিয়ার।

   

রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবি বেশ ভালোই সাড়া ফেলেছিল দর্শকমহলে। সিনেপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ছবির দ্বিতীয় অংশের জন্য। আর এরই মধ্যে চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘তু ঝুটি ম্যায় মক্কার ‘ ছবি। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল, এই ছবি মুক্তি পাওয়ার পরেই নাকি সৌরভের বায়োপিকের কাজ শুরু করবেন অভিনেতা।

বলিউড জগতের দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল সেই গুঞ্জন। লাভ রঞ্জনের প্রোডাকশন হাউজের তরফ থেকে নাকি সৌরভ গাঙ্গুলী বায়োপিকে মুখ্য চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে রণবীর কাপুরকে। যদিও খোলাখুলি ভাবে কিছুই জানানো হয়নি প্রোডাকশন হাউসের তরফে। তবে এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতা। ভুয়সী প্রশংসা করলেন সকলের প্রিয় দাদা তথা সৌরভ গাঙ্গুলীর।

Ranbir Kapoor

রবিবার এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। সেখানেই এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমার কাছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের জন্য কোন অফার এখনও আসেনি। এটা আমার দুর্ভাগ্য। আমি মনে করি সৌরভ গাঙ্গুলী একজন কিংবদন্তি চরিত্র। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে রয়েছে তাঁর জনপ্রিয়তা। কিন্তু আমি এখনও কোনো অফার পাইনি। আমি যতদূর জানি এখনও নির্মাতারা চিত্রনাট্য তৈরি করতে ব্যস্ত আছেন’।

বিনোদন,বলিউড,রণবীর কাপুর,কিশোর কুমার,Entertainemnt,Bollywood,Ranbir Kapoor,Kishor Kumar

অভিনেতার সংযোজন, ‘সৌরভ গাঙ্গুলী নয় তবে আমি ১১ বছর ধরে এক কিংবদন্তি অভিনেতার বায়োপিকের ওপর কাজ করছি। কিশোর কুমারের বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করছি আমি। অনুরাগ বসুর সঙ্গে লেখালেখির কাজও সামলাচ্ছি। তবে দাদার বায়োপিকে কাজ করবো কিনা সে কথা এখনও বলতে পারছি না’।

বিনোদন,বলিউড,রণবীর কাপুর,কিশোর কুমার,Entertainemnt,Bollywood,Ranbir Kapoor,Kishor Kumar

২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর-আলিয়া। জন্ম হয় একটি ফুটফুটে কন্যা সন্তানের। তারকা জুটির নামের সঙ্গে মিল রেখেই কন্যা সন্তানের নাম রাখা হয়েছে রাহা। তবে কেবলমাত্র অভিনয় নয় বর্তমানে কোরিওগ্রাফারেরও কাজ শুরু করেছেন তারকা দম্পতি।