HDFC ব্যাংক,নিয়োগ,চাকরি,HDFC Bank,Employment,Job

Moumita

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুযোগ, মাসিক বেতন ৩৫ হাজার টাকা, রইল বিস্তারিত

দিন দিন দেশে বেকারত্বের হার যেভাবে বাড়ছে তাতে চাকরির আশাই ছেড়ে দিচ্ছে মানুষ। এমতাবস্থায় ব্যাঙ্কিং সেক্টর তবুও চাকরির হাল ধরে রেখেছে কিছুটা। আর সেই কারণেই বর্তমান প্রজন্ম বাকি সেক্টরের চেয়ে ব্যাঙ্কিংএর দিকে ঝুঁকছে বেশি। খুব শীঘ্রই বিপুল পরিমাণ চাকরির ভ্যাকেন্সী নিয়ে আসছে দেশের অন্যতম জনপ্রিয় তথা বড়ো ব্যাঙ্ক HDFC। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে সংস্থাটি।

   

কত শুন্যপদ রয়েছে HDFC তে ?

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১২,০০০ পদে নিয়োগ করবে সংস্থাটি।

কোন কোন পদে হবে নিয়োগ ?

সংস্থা থেকে করা তথ্য অনুযায়ী, একাধিক পদে নিয়োগ করা হবে। তার মধ্যে পদ গুলি হলো,

১) বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার
২) ক্লার্ক
৩) প্রহিবিটরি অফিসার
৪) অ্যাসিসটেন্ট ম্যানেজার
৫) অপারেশন হেড
৬) এক্সপার্ট অফিসার
৭) ব্রাঞ্চ ম্যানেজার
৮) কাস্টমার সার্ভিস এগজিকিউটিভ
৯) ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং
১০) অ্যাডমিনিস্ট্রেশন
১১) কালেকশন অফিসার
১২) রিকভারি অফিসার
১৩) রিলেশনশিপ ম্যানেজার
১৪) কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার
১৫) জেনারেল ম্যানেজারের
১৬) অ্যানালিটিক্স

HDFC ব্যাংক,নিয়োগ,চাকরি,HDFC Bank,Employment,Job

আবেদনের বয়স সীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৪০ হতে হবে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

জানিয়ে রাখি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুসারে আপনার পদ নির্বাচন হবে এখানে। মাধ্যমিক পাশ থেকে স্নাতক পর্যন্ত রয়েছে বিভিন্ন চাকুরীর সুযোগ। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এখানের বিভিন্ন পদে আবেদন করতে পারেন।

আবেদন পদ্ধতি

কেউ HDFC তে কাজ করতে ইচ্ছুক হলে সে সংস্থার নিজস্ব পোর্টালে গিয়েও আবেদন করতে পারে অথবা নিকটবর্তী তথ্যমিত্র কেন্দ্রে গিয়েও আবেদন করতে পারেন।

বেতন

যে কোনো চাকরির গুরুত্বপূর্ণ বিষয় হলো বেতন। জানিয়ে রাখি এই সংস্থায় বেতন শুরু হবে ২৫ হাজার থেকে ৩৫ হাজার। তবে পরবর্তীকালে আপনার কাজের দক্ষতা অনুযায়ী বেতন বাড়বে।

নির্বাচন পদ্ধতি

যারা লিখিত পরীক্ষা দিতে ভয় পান তাদের জন্য সুখবর। এখানে হবেনা কোনো লিখিত পরীক্ষা। আবেদনের কিছুদিন পর সোজা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে প্রার্থীদের। ইন্টারভিউতে পাশ করলে তবেই নিয়োগপত্র হাতে পাবেন আপনি।