পার্থ সারথি মান্না, কলকাতাঃ রোজকার টাকা পয়সার লেনদেনের জন্য UPI ব্যবহার করেন নিশ্চই? একসময় যেখানে রাস্তায় বেরোলে টাকা সাথে নিয়ে বেরোতে হত সেখানে এখন স্মার্টফোন থাকলেই যথেষ্ট। নিমেষের মধ্যেই পেমেন্ট হয়ে যাচ্ছে তাও আবার একেবারে সুরক্ষিতভাবে। তবে এবার জানা যাচ্ছে বড়সড় বদল আসতে চলেছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই সিস্টেমে। কি বদলাচ্ছে? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বড়সড় বদল আসতে চলেছে UPI সিস্টেমে
এমনিতেই ইউপিআই পেমেন্ট যথেষ্ট ফাস্ট। তবে মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যার কারণেই হোক বা ব্যাঙ্কের সার্ভারের কারণে ট্রানজেকশন কমপ্লিট হতে অনেকটাই সময় লেগে যায়। এবার সেটা বন্ধ করতেই জারি হল সার্কুলার। জানা যাচ্ছে UPI নিয়ন্ত্রনকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI এর তরফ থেকে নতুন নির্দেশ জারি হয়েছে।
এবার বিদ্যুতের গতিতে হবে পেমেন্ট
NPCI এর তরফ থেকে জারি করা নির্দেশিকায় জানায় হয়েছে বর্তমানে ইউপিআই ট্রাঞ্জাকশনের পর গ্রাহকেরা টাকা পাঠানোর পর পরীক্ষা করে দেখেন। এক্ষেত্রে ৩০ সেকেন্ড সময় লাগত, কিন্তু আগামী ২৬শে জুন থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। যার দরুণ এই সময় কমে হবে মাত্র ১০ সেকেন্ড।
হটাৎ কেন এমন সিদ্ধান্ত?
আসলে বিগত কয়েক মাসে একাধিকবার প্রযুক্তিগত ত্রুটির কারণে গ্ৰাহকদের বেশ সমস্যায় পড়তে হয়েছিল। এর জেরে ইউপিআই এর দ্বারা ট্রানজেকশনের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। তাই ব্যবহারকারীদের ভরসা ফেরত আনতে ও ডিজিটাল ইন্ডিয়ার ডিজিটাল পেমেন্টকে আরও উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কি বলছে NPCI?
এনপিসিআই এর মতে, ইউপিআই ব্যবহারকারীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আগামী দিনে পেমেন্ট আরও দ্রুত করার জন্য ব্যাঙ্ক থেকে শুরু করে পেমেন্ট পরিষেবা দেওয়া সংস্থাগুলিকেও নিজেদের সিস্টমে প্রয়োজনীয় বদল আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ এবার আসবে সুখবর! সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই হাসি সরকারি কর্মীদের মুখে
প্রসঙ্গত, একসময় মারাত্মক জনপ্রিয়তা থাকলেও রিপোর্ট বলছে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট কমছে। ২০২৪-২৫ আর্থিক বছরে মোট লেনদেনের পরিমাণ ২% কমে গিয়েছে। যার ফলে মোট হওয়া পেমেন্টের পরিমাণ ২৩.৯৫ লক্ষ টাকা কমে গিয়েছে।