Nusrat Jahan

Additiya

‘একটা কঙ্কাল নাচানাচি করছে’, প্রেমিক যশকে বদলা নিতে গিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে নুসরাত

টলিউড (Tollywood) জগতের অন্যতম জনপ্রিয় জুটি নুসরত জাহান (Nusrat Jahan) এবং যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। সন্তান ঈশানকে নিয়ে সুখেই কাটছে তাদের বাস্তব জীবন। যদিও এখনও সাত পাকে বাঁধা পড়েননি তাঁরা। আর সে কারণেই মাঝেমধ্যে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয় এই জুটিকে। যদিও সেসবে পাত্তা দিতে নারাজ যশরত।

   

এখনও দেখা পাওয়া যায়নি ঈশানের। ছেলের মুখ প্রকাশ্যে আনতে নারাজ যশ। আর সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করছেন অভিনেত্রী। যদিও টলিউডের এই বহু চর্চিত জুটি ভীষণ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। মাঝেমধ্যেই নিজেদের ছবি-ভিডিও তুলে ধরেন তাঁরা। এবারও হল না তার অন্যথা।

একে ওপরের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালোবাসেন ‘যশরত’। আর সে কারণেই মাঝেমধ্যে ঘুরতে বেরিয়ে পড়েন তাঁরা। সম্প্রতি রাজস্থানের উদয়পুরে ঘুরতে গেছিলেন এই তারকা জুটি। আর সেখান থেকেই ছবি-ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁদের। মাত্র কয়েকদিন আগেই অভিনেত্রীর সঙ্গে ‘প্র্যাঙ্ক’ করেছিলেন যশ।

সোশ্যাল মিডিয়ায় একটি হাস্যকর ভিডিও তুলে ধরেন যশ। সেখানে দেখা যায় মোবাইল প্রেমিকের হাতে দিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পরেন অভিনেত্রী। অথচ তাঁর ছবি না তুলে নিজের সেলফি তুলে ফেলেন তিনি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে যশ লেখেন, ‘বয়েজ উইল বি বয়েজ’।

বিনোদন,টলিউড,যশ দাসগুপ্ত,নুসরত জাহান,Entertainment,Tollywood,Nusrat Jahan

এবার সেই ঘটনার প্রতিশোধ নিলেন নুসরত। যদিও তাঁর এহেন কাজে বিরক্ত যশ। সোশ্যাল মিডিয়াতেও চরম কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একটি ভিডিও তুলে ধরেছেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, ফটোশুট করছেন যশ। হঠাৎ করে তাঁর সামনে লাফাতে লাফাতে হাজির হলেন অভিনেত্রী। এরপর তিনি নিজেই ছবি তুলতে শুরু করে দেন।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)


এই বদলা নিতে গিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। কেউ লিখেলেন, ‘ভালো করে খাওয়া দাওয়া করো। অনেক রোগা হয়ে গেছো ‘। কেউ আবার লিখলেন, ‘ শুঁটকি মাছ আলট্রা প্রো ম্যাক্স আমাদের সাংসদ’। আবার কেউ লিখলেন, ‘দেখে মনে হল একটা কঙ্কাল নাচানাচি করছে’।