Arijit

বিশ্বকাপ হাতছাড়া হলেও ফাইনালে ব্যাট হাতে রেকর্ড রান করল কিউয়িরা

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর প্রথমে ব্যাটিং করে টিটোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করে ফেলল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

   

প্রথমে ব্যাট করে কেন উইলিয়ামসনের বিধ্বংসী ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে নিউজিল্যান্ড। এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কোন দল প্রথমে ব্যাট করে এত রান তুলতে পারেনি।

এর আগে যে ৬ টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ হয়েছে কোন দলই প্রথমে ব্যাট করে এত রান তুলতে পারেনি। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত করেছিল ১৫৭ রান। ২০০৯ সালে পাকিস্তান করেছিল ১৩৯ রান। ২০১০ সালে ইংল্যান্ড করেছিল ১৪৮ রান। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ ১৩৭ করেছিল। ২০১৪ সালে শ্রীলঙ্কা করেছিল ১৩৪ রান। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ১৬১ রান করেছিল। এবার ১৭২ রান করে সেই সমস্ত রেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড।