Koushik Dutta

ওড়িশাঃ স্বাস্থ্যকর্মী, গর্ভবতী মহিলাদের আগে দেওয়া হবে করোনার ওষুধ, নির্ধারিত হল গাইডলাইন

করোনা টীকা আসন্ন বলেই এখন মনে করা হচ্ছে। তাই সরকারের পক্ষ থেকেও চলছে গুছিয়ে নেওয়ার কাজ। কাদের, কীভাবে ওষুধ দেওয়া হবে বা ভাগ প্রতিষেধক ভাগ করার পদ্ধতি নিয়ে গাইডলাইন সাজাচ্ছে রাজ্যগুলি। ওড়িশা সরকারের পক্ষ থেকে ঠিক করা হয়েছে আগে গর্ভবতী মহিলা এবং করোনা যোদ্ধাদের দেওয়া হবে টীকা। যাদের বয়স ৬০- এর বেশি তারাও পাবেন আগে।