Papiya Paul

ভিড়ে ঠাসাঠাসি দার্জিলিং নয়, এইবছর শীতে ভ্রমণ ডেস্টিনেশন এই অফবিট পাহাড়ি গ্রাম, খরচ নামমাত্র

নিউজশর্ট ডেস্কঃ শীত তো পড়েই গেল। এবার পাহাড় ঘুরতে যাওয়ার ধুম পড়বে মানুষের মধ্যে। সদ্য বিবাহিত জুটিরা হানিমুনে যাবে বেড়াতে। আর এই সিজনে সকলের প্রথম পছন্দ পাহাড়। কিন্তু বারবার কি সেই দার্জিলিং(Darjeeling) এই বেড়াতে যাবেন? সেইতো ম্যাল রোডের ঠাসা ভিড়। তার বদলে যদি পাহাড়ের কোলে প্রিয়জনের সাথে পাহাড়ের মাঝে একান্তে ঘুরে(Travel) বেড়ানো যায়, তাহলে কেমন হয়?

   

আজকের প্রতিবেদনে আমরা এমন এক জায়গার সন্ধান দেব যেখানে মিলবে শান্তি। পাখির কলতান, নদীর জলের স্রোতের শব্দ আর সামনে সবুজ জঙ্গল। সবে মিলিয়ে একান্তে সময় কাটানোর একেবারে আদর্শ স্থান এটি। যদিও খুব কম মানুষই এই জায়গা সম্পর্কে অবগত। তবে আপনি একবার ঘুরে আসবেন নাকি এই অফবিট ডেস্টিনেশন (Offbeat Destination) থেকে।

পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এইস্থানের নাম যোগীঘাট(Yogighat)। রিয়াং নদীর পাশেই অবস্থিত এই স্থান। যোগীঘাটে গেলে, আপনর মন যে হারাবেই সে কথা বলাই বাহুল্য। পাহাড়, বন-জঙ্গলের মধ্যে সে এক অনন্য স্থান! বসন্তের মরশুমে গাছেরা তাদের পাতা ঝরিয়ে সেখানে এনেছে নতুন কচি পাতা। তার মাঝে প্রেয়সীর সাথে অফুরন্ত সময়।

সাড়ে তিন হাজার ফুট উঁচুতে এই জায়গায় ঘোরার মত অনেক জায়গাই রয়েছে। আর এই উচ্চতার জন্য শীত অথবা গরম পুরো সময়টাই বেশ উপভোগ্য। এখানে জানিয়ে রাখি যোগীঘাটে কিন্তু সেরা মানের কমলালেবু পাওয়া যায়। এখান থেকে সামনেই স্যালামান্ডারের বাসভূমি নামথিং পোখরি থেকেও ঘুরে আসতে পারেন। কার্শিয়াং-ও খুব একটা দূর নয় যদিও। মংপুতে রবীন্দ্রতীর্থ দেখে আসতে পারবেন।

কোথায় থাকবেন : প্রসঙ্গত, এখানে থাকার জন্য পেয়ে যাবেন হোম স্টে। থাকা খাওয়া মিলিয়ে জনপ্রতি ১২০০ থেকে ১৫০০ এর মতো খরচ হবে আপনার। অ্যাডভেঞ্চার প্রেমীরা রিয়াং নদীর পাশে তাঁবু খাঁটিয়ে থাকতে পারে।

কী ভাবে যাবেন : নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে যেতে পারবেন। সেখান থেকে গাড়ি ভাড়া করে দু’টি রাস্তা হয়ে যাওয়া যায় যোগীঘাট। এরমধ্যে একটি হলো রোহিনী রোড, কার্শিয়াং, দিলারাম হয়ে। অন্যটি সেবক রোড, রম্ভি, মংপু, লাবদা হয়ে। দুই রাস্তাতেই শিলিগুড়ি থেকে ৭০-৭৫ কিমি দূরে এইস্থান।