Travel

Papiya Paul

Travel: রাজপ্রাসাদ থেকে মন্দির, প্লেন থেকে ট্রেন, উইকেন্ডে যেতে পারেন বাংলার এই নতুন লোকেশনে

নিউজশর্ট ডেস্কঃ ঘুরতে(Travel) যেতে আপনি নিশ্চয়ই ভালোবাসেন। সত্যি কথা বলতে ঘুরতে সকলেই ভালোবাসে। কিন্তু সময় এবং টাকার অভাবে অনেক সময় মনের ইচ্ছে পূরণ হয় না। তাই অল্প বাজেটে ভ্রমণের জায়গার সন্ধান করে থাকেন বহু মানুষ। আপনিও যদি অল্প বাজেটে কোন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে থাকেন তাহলে আজকে এই প্রতিবেদনটি আপনার জন্য একেবারেই পারফেক্ট।

   

এখানে ঘোরার পাশাপাশি জমিয়ে ছবি তুলতে পারবেন। এমনকি নিজেকে অন্যভাবে উপলব্ধি করতে পারবেন। এই জায়গাটি আমাদের বাংলাতেই অবস্থিত। চলুন তাহলে আজকের এই অফবিট লোকেশন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো যাক। আজকের জায়গাটি হল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ডুকি এলাকার ফিল্ম সিটি।

এখানে বহু সিনেমা এবং ওয়েব সিরিজের শুটিং হয়েছে। বিশাল বড় এই এলাকায় কৃত্রিমভাবে বানানো হয়েছে ট্রেনের কামরা, প্লেন। এছাড়া বিভিন্ন রকমের ঘর, সিনেমার শুটিং স্পট আরো অনেক কিছু। ২০১২ সালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে এই প্রয়াগ ফিল্ম সিটির পথ চলা শুরু হয়েছিল। প্রায় ২৮০০ একর জায়গা জুড়ে এই এলাকা বিস্তৃত রয়েছে। এটি তৈরী করতে প্রায় ১২০০ কোটি টাকা খরচ হয়েছিল।

আরও পড়ুন: Travel: জঙ্গল থেকে জলপ্রপাত, কলকাতার কাছের এই অফবিট জায়গার কাছে হার মানবে নায়াগ্রার সৌন্দর্যও

এখানে গেলে ফিল্মি দুনিয়ার নানা রকমের জিনিস ছাড়াও এরোপ্লেন, ড্রাগন, শুটিং করার ট্রেন, সেতু, কুমির, 5d মিউজিয়াম, রাজপ্রাসাদ সবকিছু দেখার সুযোগ পাবেন আপনি। যদিও এখন এই জায়গার অবস্থা আর আগের মত নেই। জনপ্রিয়তা কমেছে এই জায়গার তাই বেহাল অবস্থা হয়ে পড়েছে এই সুন্দর লোকেশন।

কিছু কিছু পর্যটক এবং বর্তমান সময়ে ইউটিউবাররা এখানে ভ্রমণে আসেন। নিরিবিলিতে অল্প খরচার মধ্যে নতুন কোন জায়গায় ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই চলে যেতে পারেন চন্দ্রকোনার প্রয়াগ ফিল্ম সিটিতে।