Arijit

ভয়ঙ্কর দুর্দশা ইংল্যান্ডের! চাপে পড়ে পেস বোলার করলেন স্পিন বোলিং, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে অ্যাডিলেডে চলছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর এই ম্যাচে চতুর্থ দিনের খেলা শেষে বেশ চাপে পড়ে গিয়েছে ইংল্যান্ড। ইতিমধ্যেই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে 1-0 তে পিছিয়ে গিয়েছে ইংল্যান্ড। তার ওপর এই ম্যাচে ফের চাপে ইংল্যান্ড। জয়ের জন্য পঞ্চম দিনে ইংল্যান্ডের প্রয়োজন 386 রান, হাতে মাত্র 6 টি উইকেট।

   

এই ম্যাচে ইংল্যান্ড যে কতটা চাপে পড়ে গিয়েছে সেটা বোঝা গেল ইংল্যান্ড দলের জোরে বোলার রবিনসনকে স্পিন বোলিং করতে দেখে। এই ম্যাচে প্রথম একাদশে কোন প্রতিষ্ঠিত স্পিনারকে খেলায় নি ইংল্যান্ড। একমাত্র স্পিনার বলতে ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে বল হাতে 20 ওভার বোলিং করে একটি উইকেট নিয়েছিলেন রুট। তবে অনুশীলন করতে গিয়ে চোট পাওয়ার কারণে দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি রুট।

অপরদিকে চতুর্থ দিনে পিচ থেকে স্পিনাররা যথেষ্ট সাহায্য পেতে শুরু করে। যার প্রমান পাওয়া যায় অস্ট্রেলিয়ার স্পিনারদের বোলিং দেখে। তাই বাধ্য হয়ে ইংল্যান্ডের জোরে বোলার অলি রবিনসন এদিন স্পিন বোলিং করেন।

https://twitter.com/AbdullahNeaz/status/1472438464624824323?t=h6_NvIV2xvXpUvzHqguZxg&s=19

ম্যাচের 35 তম ওভারে বোলিং করতে এসে হঠাৎ স্পিন বোলিং করতে শুরু করেন রবিনসন। তারপর 37 তম ওভারেও স্পিন বোলিং করেন রবিনসন। যদিও স্পিন বোলিং করে রবিনসন কোন সাফল্য পায়নি তবে একজন পেস বোলার হয়ে হঠাৎ করে স্পিন বোলিং করার সুবাদে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায় রবিনসন।