Business I

Papiya Paul

Business Idea: টাকার জন্য চিন্তা না করে শুরু করুন এই লাভজনক ব্যবসা, পুঁজি লাগলে সাহায্য করবে সরকার

নিউজশর্ট ডেস্কঃ এখনকার দিনে বহু মানুষ শুধু চাকরি নয়, চাকরির পাশাপাশি ব্যবসা করেও অর্থ রোজগার করতে চাইছেন। অনেকে আবার শুধু মাত্র ব্যবসার দ্বারাই জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছে। এক্ষেত্রে হঠাৎ করে যে কোনো ব্যবসা শুরু করে দিলেই হবে না, সঠিকভাবে বিচার-বিবেচনা করেই ব্যবসায় পা বাড়ানো উচিত। নাহলে লাভের বদলে প্রচুর টাকা লোকসান হবে। আজকের এই প্রতিবেদনে এমনই একটি লাভজনক বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে জানাবো।

   

আপনি পেঁয়াজের পেস্ট (Onion Paste) তরীর ব্যবসাকে কাজে লাগাতে পারেন। কিভাবে করতে পারেন এই ব্যবসা? এই পেস্ট তৈরির ব্যবসা নিয়ে Khadi Village Industries Commission (KVIC) একটি প্রোজেক্ট রিপোর্ট বানিয়েছেন। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মাত্র ৪.১৯ লক্ষ টাকায় এই ব্যবসা শুরু করা যেতে পারে।

যদি আপনার কাছে এই পরিমান টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সরকারের মুদ্রা যোজনার আওতায় লোন নিয়ে নিতে পারেন। কিভাবে এই টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন, সেই সম্পর্কে বিস্তারিত জানানো হলো। প্রথমে বিল্ডিং শেড বানাতে আপনার ১ লক্ষ টাকার প্রয়োজন হবে। এরপর নানা রকম যন্ত্রপাতি কিনতে খরচ হবে ১.৭৫ লক্ষ টাকা। আর এই ব্যবসা চালাতে খরচ হবে ২.৭৫ লক্ষ টাকার মতো।

আরও পড়ুন: How to Become Rich: ২৫ হাজার টাকা বেতনেও কিভাবে হবেন ১ কোটির মালিক? জানুন দারুন ট্রিকস

এই ইউনিটের মাধ্যমে আপনি বছরে প্রায় ১৯৩ কুইন্টাল পেঁয়াজের পেস্ট তৈরি করতে পারবেন। আর প্রত্যেক কুইন্টাল পেস্ট আপনি ৩০০০ টাকা পাইকারি দামে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে আপনার মোট দাম হবে ৫.৭৯ লক্ষ টাকা। কেউ যদি এই ব্যবসা খুব মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে এক বছরে পেস্ট তৈরিতে আপনার বিক্রি হতে পারে ৭.৫০ লক্ষ টাকা।

হিসেব অনুযায়ী, আপনার যা খরচ হচ্ছে সেটা বাদ দিয়ে দিলে আপনার লাভ হবে ১.৭৫ লক্ষ টাকা। যে কোন ব্যবসা করার ক্ষেত্রে ভালো মার্কেটিং করা প্রয়োজন। তাই ডিজাইনিং-এর উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার। এর সাথে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। তাই অনলাইন এবং অফলাইন দুই দিকটাই খেয়াল রাখতে হবে।