Papiya Paul

মাত্র ২৫০ টাকা ইনভেস্ট করলেই হাতে পাবেন ৫৪ লাখ টাকা! LIC-র এই পলিসি নিলে লাইফ একদম সেট

নিউজশর্ট ডেস্কঃ অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সাধারণ মানুষ সবসময় ব্যাঙ্ক(Bank), পোস্ট অফিস(Post Office) কিংবা এলআইসির ওপর নির্ভর করে। বহু বছর ধরে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(Life Insurance Corporation Of India) বা LIC তার গ্রাহকদের পরিষেবা প্রদান করে আসছে। শৈশব থেকে বার্ধক্য সব বয়সের জন্য পলিসি থাকে এখানে। এছাড়া, যেগুলো লাইফ বেনিফিট প্ল্যান থাকে সেগুলো আর্থিক সুরক্ষার সঙ্গে সঙ্গে সঞ্চয় দুদিকেই গ্রাহকদের সুবিধা দেয়।

   

এই পলিসিতে একজন গ্রাহক ভালো অংকের লাভ সহ এককালীন অর্থ হাতে পান। এমনই একটি স্কিম হল এই লাইফ বেনিফিট স্কিম(Life Benefit Scheme)। এখানে একজন গ্রাহককে প্রতি মাসে মাত্র ৭ হাজার ৫৭২ টাকা সঞ্চয় করতে হবে। অর্থাৎ দিন প্রতি হিসাব করলে তা দাঁড়ায় মাত্র ২৫২ টাকা। এই অর্থ সঞ্চয় করতে পারলে ভবিষ্যতে ৫৪ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন এই পরিষেবা সীমিত সংখ্যক গ্রাহকদের জন্য দেবে এলআইসি।

এই স্কিমের আওতায় গ্রাহক তার নিজের ইচ্ছামত প্রিমিয়ামের পরিমাণ এবং সময় ঠিক করে নিতে পারবেন।
চলুন তাহলে এই স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। এই পলিসি গ্রহণের ন্যূনতম বয়স হলো ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৫৯ বছর। উদাহরণ দিয়ে পুরো বিষয়টি আপনাকে বোঝানো যাক, যদি কোন ব্যক্তি ২৫ বছর বয়সে এই লাইভ বেনিফিট পলিসি গ্রহণ করেন তাহলে তাকে প্রতি মাসে বিনিয়োগ করতে হবে ৭,৫৭২ টাকা।

অর্থাৎ বছরে টাকা জমবে ৯০ হাজার ৮৬৭ টাকা। হিসাব করলে দেখা যাবে প্রায় ২০ লক্ষ টাকা জমা দেওয়া হবে এই স্কিমের আওতায়। আর এটি ম্যাচুরিটির সময় গ্রাহক প্রায় ৫৪ লক্ষ টাকা পাবেন। এর সাথে এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে আপনাকে মেয়াদ পূর্তিতে রিভার্সিবল বোনাস এবং অতিরিক্ত বোনাসের মাধ্যমে সুবিধা দেওয়া হবে। আবার পলিসির মেয়াদকালে কোন কারণে পলিসি হোল্ডার মারা গেলে নমিনিতে নাম থাকা ব্যক্তি সমস্ত সুবিধা পাবেন। এক্ষেত্রে গ্রাহক ১০,১৩,১৬ বছরের জন্য টাকা জমা করতে পারবেন।