মধ্যরাতে সার্জিকাল স্ট্রাইক, অপারেশন সিঁদুরে ছারখার পাকিস্তনের একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor India attacks Pakistan and POK on Tuesday

মধ্যরাতে সার্জিকাল স্ট্রাইক, অপারেশন সিঁদুরে ছারখার পাকিস্তনের একাধিক জঙ্গিঘাঁটি

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পাহেলগাঁও জঙ্গি হামলার পর হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছিলেন কাউকে রেহাই দেওয়া হবে না! কথা মত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে জোরদার প্রত্যাঘাত (Operation Sindoor) আনল ভারত। ৭ই এপ্রিল অপারেশন সিঁদুর এ সন্ত্রাসের বিরুদ্ধে কড়া জবাব পেল পাকিস্তান।

মধ্যরাতেই সার্জিক্যাল স্ট্রাইক | Operation Sindoor

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্ক একেবারে শেষের পথে। সিন্ধু জল চুক্তি বাতিল থেকে পাক নাগরিকদের দেশ ছাড়ার আদেশ দেওয়া হয়েছিল। তবে এর পরেও দমার পাত্র নয় পাকিস্তান! তাই সন্ত্রাসবাদের যোগ্য জবান দিতে মঙ্গলবার মধ্যরাত্রেই পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত দিল ভারত, যার নাম অপারেশন সিঁদুর। ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।

জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে যেমনটা জানা যাচ্ছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুর ও পাক-অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদে এয়ারফোর্সের যুদ্ধবিমান থেকে মোট ৯টি জঙ্গি ঘাঁটিকে লক্ষ করে মিসাইল ছোঁড়া হয়।

পাকিস্তানের কোথায় কোথায় হামলা হল অপারেশন সিঁদুরে?

২২ শে এপ্রিলের জঘন্য সন্ত্রাসবাদী হামলার জবাবে পাকিস্তানের একাধিক শহরে হামলা চালানো হয়েছে। স্পষ্ট করে না বলেও হলেও দুটি শহরের নাম প্রকাশ্যে এসেছে একটি বহাওয়ালপুর ও আরেকটি মুজাফ্ফরাবাদ। তবে পাক ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল সংবাদ মাধ্যমকে জানান, মোট ৬ জায়গায় ২৪টি অ্যাট্যাক হয়েছে। জানা যাচ্ছে এই হামলার ফলে প্রায় ৯০ জঙ্গি নিহত হয়েছে।

বেশ কিছু সূত্রে দাবি করা হয়েছে, শিয়ালকোটের কোটকি লোহারা গ্রামে ও শাকারগড়ের কাছেও দুটি করে হামলা চালানো হয়েছে। তবে সেক্ষেত্রে কোন হতাহতের খবর এপর্যন্ত মেলেনি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, মূলত জঙ্গি ঘাঁটি ও পরিকাঠামোকে লক্ষ করেই প্রিসিশন স্ট্রাইক চালানো হয়েছে। যেখানে বসে ভারতে নানা সন্ত্রাসবাদী হামলার প্ল্যান বানাতো জঙ্গিরা। এদিন আরও জানানো হয়, আমাদের এই পদক্ষেপ যেমন পরিমিত ও সুনির্দিষ্ট তেমনি অপ্ররোচনামূলক। কোনো পাকিস্তানি সেনাবাহিনীর পরিকাঠামোকে আঘাত করা হয়নি। লক্ষবস্তু নির্ধারণ করে আঘাত করার ক্ষেত্রে যথেষ্ট সংযম ও বিবেচনা নিয়ে কাজ করেছে ভারত। এই প্রসঙ্গে বিস্তারিত জানানো হবে বেলা ১০টা নাগাদ এমনটাই জানা যাচ্ছে।

সঙ্গে থাকুন ➥