রামায়ণের কাহিনীর সঙ্গে ‘অপারেশন সিঁদুর’র মিল! হনুমানজির উদাহরণ দিয়ে বড় দাবি প্রতিরক্ষামন্ত্রীর

Operation Sindoor

রামায়ণের কাহিনীর সঙ্গে ‘অপারেশন সিঁদুর’র মিল! হনুমানজির উদাহরণ দিয়ে বড় দাবি প্রতিরক্ষামন্ত্রীর

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: অপারেশন সিঁদুর (Operation Sindoor) মিশন লঞ্চ করে পহেলগামে আক্রমণের প্রতিশোধ নিয়েছে ভারত। এর পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা হনুমানজির আদর্শ অনুসরণ করেছি। এই সময়কালে, তিনি তুলসীদাস জি রচিত রামচরিতমানসের সুন্দরকাণ্ডের একটি চতুষ্পদও আবৃত্তি করেন, ‘জিন মোহি মারা তে মেন মেরে’।

রামায়ণের কাহিনীর সঙ্গে ‘অপারেশন সিঁদুর’র (Operation Sindoor) মিল কোথায়?

ওই পংক্তির অর্থ হল ‘যারা আমাকে হত্যা করেছে আমি তাদের হত্যা করেছি।’ ঠিক যেমন ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ঘরে ঢুকে শুধুমাত্র তাদেরই হত্যা করেছে, যারা নির্দোষ ভারতীয়দের প্রাণ নিয়েছিল। উল্লেখ্য, রামচরিতমানসের সুন্দরকাণ্ডে হনুমানজির এমনই বীরত্বের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, মা সীতাকে খুঁজতে লঙ্কার অশোক ভাটিকায় গিয়ে সেসময় লঙ্কা পুড়িয়ে দিয়েছিলেন তিনি। অন্যায়ের প্রতিবাদে পিছিয়ে থাকেননি একেবারেই। ভারতীয় সেনাবাহিনী কোনও পাকিস্তানি বেসামরিক বা সামরিক স্থাপনায় আঘাত করেনি; কেবল জৈশ, লস্কর এবং হিজবুলের সন্ত্রাসী আস্তানাগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। সেই গল্পের সঙ্গে অপারেশন সিঁদুরের মিল রয়েছে বলে দাবি করেছেন রাজনাথ সিং।

আসুন জেনে নিই রামায়ণের এই ঘটনাটি কী? মাতা সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করতে, মাতা সীতার সঙ্গে দেখা করার জন্য, হনুমানজি সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছেছিলেন। সেখানে তিনি অশোক ভাটিকায় মাতা সীতার সঙ্গে দেখা করেন এবং তাঁকে ভগবান রামের বার্তা দেন। এর পর তাঁর খিদে পেয়েছেন এবং মা সীতার অনুমতি নিয়ে তিনি অশোক ভাটিকায় ফল খেতে শুরু করলেন। এরপর বাগানে উপস্থিত রাক্ষসরা তাঁকে থামানোর জন্য আক্রমণ শুরু করে।

বজরংবলীকে কাবু করতে না পেরে, অশোক ভাটিকার রাক্ষসরা হনুমানজির দ্বারা বিরক্ত হয়ে রাবণকে খবর দেয়, যার পরে রাবণ তাঁর পুত্র অক্ষয় কুমারকে হনুমানজিকে বন্দী করার জন্য সেনাবাহিনীর সঙ্গে পাঠায়। কিন্তু হনুমানজি অক্ষয় কুমারকে হত্যা করেন। এরপর মেঘনাথ ব্রহ্মাস্ত্র ব্যবহার করে হনুমানজিকে বন্দী করে রাবণের কাছে নিয়ে যান।

আরও পড়ুন: ভারতের প্রতিশোধের আগুনে ধ্বংসযজ্ঞ পাকিস্তানে! এখনও পর্যন্ত কী কী ঘটেছে? জানুন ১০ পয়েন্টে

মেঘনাথ যখন হনুমানজিকে রাবণের সামনে নিয়ে গেলেন, রাবণ তাঁকে দেখে হাসতে শুরু করলেন। তিনি হনুমানজিকে জিজ্ঞাসা করলেন, “ওহে বানর, তুমি কেন অশোক ভাটিকা ধ্বংস করলে?” আর কেনই বা রাক্ষসদের হত্যা করলে? সেসময় হনুমানজির স্পষ্ট উত্তর, যারা আমাকে হত্যা করছিল আমি তাদের হত্যা করেছি। আমি কোন নিরপরাধকে হত্যা করিনি। আমাকে বন্দী করার জন্য আমি এতে লজ্জিত নই; আমি এখানে আমার ভগবান রামের কাজ করতে এসেছিলাম। রাজনাথ সিং বলেন, অপারেশন সিন্দুর হনুমানজির এই নীতির অনুরূপ।

সঙ্গে থাকুন ➥