Papiya Paul

দুর্দান্ত ক্যামেরা থেকে 5000mAh ব্যাটারি, মার্কেটে এসে গেলো একদম জলের দামে OPPO A18

নিউজশর্ট ডেস্কঃ গতকাল OPPO UAE র মার্কেটে নতুন একটি A সিরিজের স্মার্ট ফোন লঞ্চ করেছে। এই ফোনটির নাম দেওয়া হয়েছে A18,। এই ফোনটিতে যা স্পেসিফিকেশন রয়েছে তার বেশিরভাগই A38 এর মতই। আজকের এই প্রতিবেদনে নতুন মডেল OPPO A18 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-

OPPO A18 এর স্পেসিফিকেশন এবং ফিচার্স-
   

ডিসপ্লে: এই ফোনে 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.56-ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz হার্টস রিফ্রেশরেট, 720 নিটস পীক ব্রাইটনেস, 100 শতাংশ DCI P3 এবং 100% এসআরজিবি কালার  সাপোর্ট করে। এর সাথেই এই ফোনে ওয়াটার ড্রপ নচ রয়েছে।

স্টোরেজ: এই ফোনে 4GB RAM + 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া 4GB virtual RAM ফিচার দেওয়া হয়েছে।

প্রসেসর: এই ফোন যাতে শক্তিশালী পারফরমেন্স দেয় তার জন্য হেলিও জি85 প্রসেসর দেওয়া হয়েছে। এতে রয়েছে Mali G52 MC2 জিপিইউ, যেটি ভালো গ্রাফিক্স দিতে সাহায্য করবে।

ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ভালো ফটোগ্রাফির জন্য অটো ফোকাস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনে 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্সও যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে  8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

ব্যাটারি: দীর্ঘ মেয়াদী 5000mAh ব্যাটারি সাপোর্ট করবে এই ফোন।

দাম: এই ফোন সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে আন্দাজ করা হচ্ছে এই ফোনের সম্ভাব্য দাম হতে পারে ১৫,৯৯৯ টাকা।