শ্রীজিতা ঘোষ, কলকাতা: এখন সোশ্যাল মিডিয়া ভাসছে নয়া ট্রেন্ডে। আর সেই ট্রেন্ডে পা মেলাচ্ছে আমজনতা থেকে তাবড়তাবড় সেলিব্রিটিরা। কী সেই ট্রেন্ড তা আর বলার অপেক্ষা না। কিন্তু যাঁরা জানেন না, তাদের জন্য বলে রাখি, সম্প্রতি এক ট্রেন্ডে ভাসছে প্রায় সকলেই। এমনিতে তো আখচার নাচগানের ভিডিয়ো বারংবার আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখি কিন্তু এইবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক অন্যই ধরণের ট্রেন্ড। কী সেটা! জানতে হলে চোখ রাখতে হবে সম্পূর্ণ কন্ট্ন্টে।
সম্প্রতি কাচের গ্লাসে হলুদ মিশিয়ে ভিডিয়ো করে সামাজিক মাধ্যমে আপলোড করতে দেখা যাচ্ছে নেটনাগরিকদের। আর এতেই বেজায় মজেছে নেটনাগরিকরা। তারা কী করছেন? তারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তার ওপরে রাখছেন একটা স্বচ্ছ কাঁচের গ্লাস আর তাতে প্রথমে দিচ্ছে জল আর তার ওপর দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো। এভাবেই সোশ্যাল মিডিয়ায় ম্যজিক দেখিয়ে যাচ্ছেন নেটিজেনেরা! শুনতে অবাক লাগলেও এমনটাই হচ্ছে নেটপাড়ায়।
নতুন ট্রেন্ডের নাম কী?
জানেন কী এই নতুন ট্রেন্ডের নামও রাখা হয়েছে। কী সেই নাম! এই নতুন ট্রেন্ডের নাম হল গ্লোয়িং ওয়াটার (Glowing Water Trend)। ঝড়ের গতিতে নেটিজেনেরা গ্লোয়িং ওয়াটার পোস্ট করছেন। অনেকেই আবার এইসব ভিডিয়োর নিচে পোস্ট করছেন ‘আমি কী একমাত্র ব্যাক্তি যে সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড ফলো করছে না…’। আবার কেউ কেউ মজা করে বলছেন, ‘আমাদের পাড়ায় আজ সকাল থেকে এখনও পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিস। ওরা কাঁচের গ্লাসের নিচে লাইট জ্বালিয়ে ওপরে হলুদ ছিটিয়ে ভিডিও আপলোড করেনি।’
ট্রেন্ডে সামিল হতে কী করতে হবে?
কি বিষয়টা শুনে মজা লাগছে তো? আপনি কী এই নয়া ট্রেন্ডে সামিল হয়েছেন? যদি না হয়ে থাকেন তাহলে বানিয়ে ফেলুন এই ভিডিয়ো আর সামিল হোন সকলের সঙ্গে। আচ্ছা এবার আসা যাক, এই ট্রেন্ডের সঙ্গে পা মেলাতে কী করতে হবে! তেমন কিছুই না, একটা কাঁচের গ্লাস নিন, আর নিন একটা হলুদের প্যাকেট আর চামচ। এবার হাতের কাছে রাখা জলের বোতলটা থেকে জল ঢালুন এই কাঁচের গ্লাসে। ফোনের ফ্ল্যাশ লাইটা অন করেছেন তো? যদি না করে থাকেন, তাহলে জ্বালিয়ে নিন। আর তার ওপর গ্লাস রাখুন। এরফলে ফোলের কোনও যে ক্ষতি হতে পারবে না, সে কথা আমাদের সংবাদমাধ্যম দিতে পারছে না। তবে ট্রেন্ডে গা ভাসানো যাবে। এক চামচ হলুদ গুঁড়ো ঢেলে দিন কাঁচের গ্লাসে আর দেখুন ম্যাজিক।
কাঁচের গ্লাসে হলুদ গুঁড়ো ঢালার সঙ্গে সঙ্গেই লক্ষ্য করবেন কী মোহময়ী লাগছে গ্লাসের জলটাকে আর সেই মুহূর্তের ভিডিয়োই ক্য়পচার করে রাখুন আপনার অন্য মুঠোফোনে তাহলেই কেল্লাফতে। আপনিও নবজোয়ারে সামিল হয়ে যাবেন।