পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে মে মাস শেষের পথে। আর কয়েক দিন প্রিয় শুরু হবে নতুন মাস জুন। প্রতিবারের মত এবারেও নয়া মাস পড়তেই বেশ কিছু নিয়ম বদল (Rule Changes) হতে চলেছে যা আপনার দৈনন্দিন জীবনে যেমন প্রভাব ফেলবে তেমনি সারা মাসের খরচ বা বাজেটের উপরেও প্রভাব ফেলবে। আজকের প্রতিবেদনে এমনই গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জানানো হল। তাই শেষ অবধি পড়ুন।
রান্নার গ্যাসের দাম | Cooking LPG Gas Price
প্রতিমাসের শুরুতেই সেই মাসের জন্য বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত LPG সিলিন্ডারের দাম নির্ধারণ করে দেওয়া হয়। কোনো মাসে বাড়ে তো কোনো মাসে কিছুটা কমানো হয়, যার ফলে মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেটে বেশ পরিবর্তন আসে। আগামী ১ লা জুন নয়া সিলিন্ডারের রেট জারি করা হবে।
আরও সহজ হল ইপিএফও | EPFO Rules Changing
আগামী ১ লা জুন থেকেই চালু হচ্ছে EPFO 3.0 সিস্টেম। এর ফলে যে সমস্ত ব্যক্তিরা কোম্পানির তরফ থেকে পিএফ পান তাদের জন্য প্রয়োজনে টাকা তোলার যে পদটি ছিল সেটা আরও সহজ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কোনো তথ্য আপডেট করার পক্রিয়ায় সহজ হচ্ছে। আর চাইলে ATM থেকেই সোজাসুজি পিএফের টাকা তোলা যাবে।
বদলে যাচ্ছে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার | FD Interest Rate Revision
একেবারে নিরাপদভাবে যদি টাকা সঞ্চয় করতে চান তাহলে সেরা উপায় হল ব্যাঙ্ক বা পোস্ট অফিসে স্থায়ী আমানত বা FD। তবে প্রতিমাসেই বিভিন্ন ব্যাঙ্কের তরফ থেকে এফডি এর হারে পরিবর্তন করা হতে থাকে। তাই আশা করা হচ্ছে জুন মাসেও বেশ কিছু ব্যাঙ্ক নিজেদের ফিক্সড ডিপোজিটের সুদের হারে পরিবর্তন আনবে।
বাড়ছে এটিএম থেকে টাকা তোলার চার্জ | ATM Money Withdrawal Charge
১লা জুন থেকেই এটিএম থেকে টাকা তোলার চার্জেও বদল আসছে। সকলেই জানেন ব্যাঙ্কের তরফ থেকে সামান্য কিছু বার এটিএম থেকে টাকা তোলা ফ্রি থাকে। তবে তারপরেই এক্সট্রা চার্জ দিতে হয়। এবার থেকে সেই চার্জ কিছুটা বাড়ছে। এক্ষেত্রে ব্যাঙ্কের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে গ্রাহকদের জানানো হবে।
বদলাচ্ছে ক্রেডিট কার্ডের নিয়ম | Credit Card Rules
আপনি কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? তাহলে আগামী ১লা জুন থেকে বড়সর বদল হচ্ছে ক্রেডিট কার্ডের নিয়মে তাই সাবধান থাকতে হবে। জানা যাচ্ছে, এবার থেকে যদি কার্ড ব্যবহারের সময় পর্যাপ্ত ব্যালেন্স না থাকে বা ডেবিট না হয় তাহলে ২% জরিমানা করা করা হতে পারে।
ক্রেডিট কার্ড বিল পেমেন্টে গুনতে হবে চার্জ
জ্বালানি কিংবা ইউটিলিটির বিল দেওয়ার জন্য অতিরিক্ত চার্জও দিতে হতে পারে। এমনকি কার্ড ব্যবহারের ফলে যে রিওয়ার্ড পয়েন্টস পাওয়া যেত তাতেও বেশ কিছু বদল আসতে পারে। একইসাথে ক্যাশব্যাক ও ডিসকাউন্টের যে অফার পাওয়া যেত সেগুলিতেও বদল আসবে। এছাড়া ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে বা রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার ক্ষেত্রেও চার্জ লাগবে।
জিএসটি বিলের ক্ষেত্রেও আসছে বদল | Change in GST Billing
জিএসটি বিলের ক্ষেত্রে এতদিন ছোট হাতের ও বড় হাতের অক্ষর থাকলে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যেত। কিন্তু ১ তারিখ থেকে আর সেটা হবে না। অর্থাৎ যদি বিলের মধ্যে ABC অথবা Abc থাকে থাকে দুটোই এক মান্যতা পাবে। তাই বিলিংয়ের সময় ডুপ্লিকেট বিল হওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে।