শ্রীজিতা ঘোষ, কলকাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ঘটেছে এক লোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনা (Brutal Attack)। সোমবার রাত ৩টার দিকে উজ্জ্বল (৩০) নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে (Penis Cutoff) নেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের (২৫) বিরুদ্ধে (Wife Attacks Husband)। ঘটনার পর থেকেই অভিযুক্ত কল্পনা এবং তার বাবা বাবর আলী পলাতক রয়েছেন।
স্বামীর গোপনাঙ্গ কেটে পলাতক স্ত্রী!
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল কিছুদিন আগে তার দ্বিতীয় স্ত্রী কল্পনার সঙ্গে শ্বশুরবাড়ি কৃষ্ণপুর গ্রামে থাকছিলেন। সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় উজ্জ্বলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তার এই স্ত্রী। জানা যাচ্ছে, গুনধর স্ত্রী তার গোপনাঙ্গ কেটে দেন।
আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে-
পরে রক্তাক্ত অবস্থায় উজ্জ্বলকে অচেতন দেখে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে খবর দেন তার তৃতীয় স্ত্রী ফারজানাকে। ঘটনাস্থলে গিয়ে ফারজানা দ্রুত উজ্জ্বলকে উদ্ধার করে চাঁদপুরের সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নক্করজনক ঘটনা
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার জানান, ‘এটা খুবই নক্করজনক ঘটনা। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, যতো দ্রুত সম্বব যেন অপরাধীদের শাস্তি দেওয়া হয়।’
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ও মর্মান্তিক ঘটনা। আমরা জানতে পেরেছি, কল্পনা বেগম পূর্বপরিকল্পিতভাবে উজ্জ্বলকে বাড়িতে এনে তার শরীরের সবথেকে সংবেদনশীল অঙ্গে আঘাত করেছে। পুলিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের ধরতে Mobile Track করছে। আশা করছি, শিগগিরই আমরা তাকে আইনের আওতায় আনতে পারব।’
স্থানীয়দের মতে, পারিবারিক দ্বন্দ্ব থেকেই এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্তের আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।