মোবাইল ফোনের দামে স্কুটার! একদম সস্তায় রাজপথ কাঁপাবে এই ইলেকট্রিক স্কুটার

Zelio Legender

মোবাইল ফোনের দামে স্কুটার! একদম সস্তায় রাজপথ কাঁপাবে এই ইলেকট্রিক স্কুটার

Krishanu Ghosh

Updated on:

কৃশানু ঘোষ, কলকাতাঃ তেলের দাম বাড়ার সাথে সাথে, পেট্রোল বাইক ব্যবহারেও বাড়ছে খরচ। আর সেই জন্যই বর্তমানে ভারতে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। আর এই জন্যই এখন একাধিক নামী-দামী সংস্থার পাশাপাশি কিছু অপরিচিত ব্র্যান্ড কিংবা স্টার্টআপও নিজেদের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে। আর আজ আমরা এমনই একটি ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা ZELIO-র সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার Legender সম্পর্কে আপনাদের জানাবো।

শক্তিশালী মোটর

ZELIO Legender-এর ফেসলিফ্ট মডেলে একটি শক্তিশালী 60/72V-এর BLDC মোটর দেওয়া হয়েছে। এই স্কুটারটি প্রত্যেকবার চার্জ দেওয়ার সময় মাত্র ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এই স্কুটারে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে মাত্র ৪ ঘন্টা। কিন্তু, ZELIO Legender-এর জেল ব্যাটারি সহ ভেরিয়েন্টটি সম্পূর্ণ চার্জ হতে, এর দ্বিগুণ সময় অর্থাৎ প্রায় ৮ ঘন্টা লাগে। চলুন জেনে নেওয়া যাক অন্যান্য তথ্য সম্পর্কে।

ফিচার্স

এই ইলেকট্রিক স্কুটারে স্টাইলিশ LED হেডল্যাম্প, টেলল্যাম্প এবং ইন্ডিকেটর, ডিজিটাল ড্যাশবোর্ড, চাবি ছাড়াই চালানো, মোবাইল চার্জিং, অ্যান্টি-থেফট ডিটেকশন, প্রক্সিমিটি লক-আনলক, পার্ক অ্যাসিস্ট, ফলো-মি-হোম লাইট, SOS অ্যালার্ট, ক্র্যাশ ও ফল ডিটেকশন এবং ভেহিকেল ডায়াগনস্টিক সিস্টেমের মতো একাধিক স্মার্ট ফিচার্স দেওয়া হয়েছে। ৯৮ কেজি ওজনের এই স্কুটারটি, ১৫০ কেজি পর্যন্ত ওজন বইতে পারে। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি।

অন্যান্য বিভিন্ন বিষয়

এছাড়াও এই স্কুটারে দেওয়া হয়েছে একাধিক নিরাপত্তা ফিচার্স, যেমন, সামনের এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেক, ১২ ইঞ্চির অ্যালয় হুইল, শক্তিশালী রিয়ার হাব মোটর, টেলিস্কোপিক সাসপেনশন এবং ডুয়াল স্প্রিং-লোডেড সাসপেনশন। ZELIO, Legender-এর জন্য ২ বছরের ওয়ারেন্টি এবং ব্যাটারির ক্ষেত্রে ১ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। স্কুটার লঞ্চ উপলক্ষ্যে, এই সংস্থা প্রথম ১,০০০ জন গ্রাহককে বিনামূল্যে হেলমেট প্রদান করছে।

মাইলেজ ও দাম

ZELIO Legender স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ দিলে ১৫০ কিমির মাইলেজ প্রদান করে। এই স্কুটারটির একদম লো মডেলের এক্স-শোরুম মূল্য ৬৫,০০০ টাকা। এই স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। অর্থাৎ এই স্কুটার চালাতে লাগবে না কোনো লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশন। কারণ, ২৫ কিমির গতিবেগ সম্পন্ন স্কুটারের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলি প্রযোজ্য নয়। চলুন এর বিভিন্ন রঙের বিকল্প এবং অন্যান্য ভেরিয়েন্টের দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

সকল ভেরিয়েন্টের দাম দেখুন

ZELIO Legender-এর ফেসলিফ্ট মডেলটি তিনটি আকর্ষণীয় রঙ – রাস্টি অরেঞ্জ, গ্লসি গ্রিন এবং গ্লসি গ্রে-তে উপলব্ধ। এই স্কুটারটির 60V/30A সহ লিথিয়াম-আয়ন ব্যাটারি সহ মডেলটির এক্স-শোরুম মূল্য মাত্র ৭৫,০০০ টাকা, অন্যদিকে এই স্কুটারটির 74V/32A সহ লিথিয়াম-আয়ন ব্যাটারি সহ মডেলটির বাজারে এক্স-শোরুম মূল্য ৭৯,০০০ টাকা। তবে, ZELIO Legender-এর 32AH সহ জেল ব্যাটারি মডেলটির এক্স-শোরুম মূল্য ৬৫,০০০ টাকা।

সঙ্গে থাকুন ➥