মুকেশ আম্বানি নয়, দেশের সবচেয়ে দামী গাড়ির মালিক এই কোটিপতি, চেনেন তাকে?

নিউজশর্ট ডেস্কঃ দেশের সবথেকে বিলাসবহুল এবং দামি গাড়ির মালিক হলেন মুকেশ আম্বানি(Mukesh Ambani)। তবে শুধু মুকেশ আম্বানি নন ভারতের সবথেকে বিলাসবহুল গাড়ির মালিক আরেকজন রয়েছে। তবে তিনি কোন ধনী ব্যবসায়ী নন। তাহলে কে এই ব্যক্তি? দেশের এই মুহূর্তে সবথেকে বিলাসবহুল গাড়ির মালিক তিনি।

এই মুহূর্তে ভারতের সবথেকে দামি ও বিলাসবহুল গাড়ি হলো Bentley Mulsanne EWB Centenary এডিশন। এই মুহূর্তে গাড়িটির বাজারদর ১৪ কোটি টাকা। এটি হল Bentley Mulsanne EWB Centenary এডিশন। এই গাড়িটির মালিক আম্বানি বা আদানি নয় বরং একজন ডাক্তার। চলুন তাহলে এই ডাক্তারের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই ডাক্তার ‘প্রোটিন ম্যান অফ ইন্ডিয়া’ নামে বিখ্যাত ভি এস রেড্ডি(VS Reddy)

যিনি ব্রিটিশ বায়োলজিক্যালস-এর ম্যানেজিং ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা। তার কাছে থাকা গাড়িটি ব্রিটিশ আমলে ব্যবহার করা হতো। এরপর সেটি বন্ধ করে দেওয়া হয়। ভারতে যখন Mulsanne এর স্ট্যান্ডার্ড মডেলেরই দাম ছিল ৬ কোটি টাকা, তাই এই গাড়ি শুধু বিলাসবহুল নয়, বিরলও বটে। এই গাড়িটির কয়েকটি মডেল রয়েছে সারা বিশ্ব জুড়ে। এই গাড়িটি শতবর্ষ উপলক্ষে বেন্টলে ১০০ টি ইউনিট উৎপাদন করার সিদ্ধান্ত নেয়।

এই গাড়িটির বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এই গাড়িতে নতুন ধাঁচের গ্রিল, আরাম অনুযায়ী হিটিং, কুলিংয়ের সুবিধা, কারুকার্য করা পিকনিক টেবিল এবং পিছনে রয়েছে সেন্টার কনসোল।  পুরো ফাইভ স্টার হোটেলের সুবিধার মতো গাড়ি তৈরী করা হয়েছে। এই গাড়ির ডিজাইন বেশ চকচকে। এই গাড়িতে ৬.৫ লিটার V8 ইঞ্জিন দেওয়া হয়েছে যা ৫০৬ হর্সপাওয়ার এবং ১০২০ এনএম টর্ক তৈরি করতে সক্ষম।

 

এই গাড়িতে ৮ স্পিড অটোমেটিক ZF ট্রান্সমিশন আছে। এই গাড়িটি বিরাট দ্রুতগতি সম্পন্ন। গাড়িটি ১০০ কিমি যেতে পারে মাত্র ৫.৫ সেকেন্ডে এবং সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ২৯৬ কিমি। ভিএস রেড্ডি ২০১৯ সালে এই গাড়িটি কিনেছিলেন।

 

Avatar

Papiya Paul

X