শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে অক্সফোর্ড কোভিড ভ্যাক্সিনের মানব দেহে পরীক্ষণ

আপাতত ভালোই ফল মিলেছে অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিনে। মানব দেহে তৈরি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ভ্যাকসিন যাতে ভারতেও প্রয়োগ করা যায়, তার জন্য আবেদন করেছিল সিরাম সংস্থা। অবশেষে মিলেছে সেই অনুমতি। ভারতের ১৭টি শহরে হবে পরীক্ষা। ১ হাজার ৬০০ মানব দেহে হবে ট্রায়াল। দ্বিতীয় এবং তৃতীয় স্তরে চলবে এই প্রতিষেধকের পরীক্ষা।

Avatar

Koushik Dutta

X