অবশেষে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল। ২৭ আগস্ট ভারতের দুই ব্যক্তির দেহে এই প্রতিষেধক দেওয়া হয়েছে বলে খবর। পর্বে মোট ১৬০০ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সিরাম ইন্সটিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ মোট ২৫ জনের দেহে এই টীকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত দুই ব্যক্তির দেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলেই জানানো হয়েছে।