ভারতের ভয়ে পিছিয়ে গেল পাকিস্তান! পাক PM শাহবাজ বললেন- ‘আমরা … ‘

Pahalgam Terror Attack

ভারতের ভয়ে পিছিয়ে গেল পাকিস্তান! পাক PM শাহবাজ বললেন- ‘আমরা … ‘

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: ২২ এপ্রিল, এক কালো দিন (Pahalgam Terror Attack)। অপরাধের হাতে নির্দোষের নিধন যজ্ঞ চলেছে। ঘোর কলি তার খেল দেখিয়েছে। পহেলগামে এই সন্ত্রাসী হামলা আজীবন মনে রাখবে মানুষ। এই মর্মান্তিক ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ক্রমাগত পদক্ষেপের কারণে পাকিস্তান এখন উদ্বিগ্ন বলে মনে করা হচ্ছে। কারণ, আশ্চর্যজনকভাবে পাকিস্তানের সব তাবড় তাবড় নেতারা যখন হতাশা থেকে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শান্তির পথ অবলম্বনের কথা বলেছেন।

পাক প্রধানমন্ত্রীর বক্তব্য বিস্তারিত

পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের কাকুলে অবস্থিত পাক মিলিটারি একাডেমিতে পাসিং আউট কুচকাওয়াজে ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘পহেলগামের সাম্প্রতিক ঘটনা এই ক্রমাগত দোষারোপের আরও একটি উদাহরণ, যা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে’। তিনি আরও বলেন, ‘একটি দায়িত্বশীল দেশ হিসেবে তার ভূমিকা অব্যাহত রেখে, পাকিস্তান যে কোনও নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণ করতে প্রস্তুত।’

ভারতের কঠোর সিদ্ধান্তে হতবাক পাকিস্তান

পহেলগাম সন্ত্রাসী হামলার পর সিন্ধু জল চুক্তি বাতিলের জন্য ভারতের ঘোষণা একটি স্বাভাবিকভাবেই বড় সিদ্ধান্ত এবং পাকিস্তান এই সিদ্ধান্তে খুবই হতবাক। এই সিদ্ধান্ত সম্পর্কেও এদিন মুখ খোলেন পাক প্রধানমন্ত্রী। বলেন, ‘পাকিস্তানের জল কমানোর বা অন্য দিকে সরানোর যে কোনও প্রচেষ্টার পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে কোনও দুঃসাহসের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত এবং কেউই এ বিষয়ে কোনও ভুল করবেন না। এই দেশটি ২৪ কোটি মানুষের এবং আমরা আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর পিছনে দাঁড়িয়ে আছি।’ শাহবাজ বলেন, ‘এই বার্তাটি অবশ্যই জোরে এবং স্পষ্ট হতে হবে। শান্তি আমাদের অগ্রাধিকার এবং আমরা আমাদের সততা এবং নিরাপত্তার সাথে কখনও আপস করব না।’

আরও পড়ুন: পাকিস্তানী রেঞ্জার্সদের কবলে বাংলার বিএসএফ জওয়ান, কবে ফিরবে? আপডেট দিল BSF

সন্ত্রাসীদের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী মোদীর

সূত্রের খবর যে ভারতীয় গোয়েন্দারা পাকিস্তানের বিরুদ্ধে অনেক প্রমাণ পেয়েছে এবং পহেলগাম হামলায় তাদের ভূমিকা সম্পর্কে তথ্য পেয়েছে। এখন সেই তথ্যের ভিত্তিতে, ভারত আরও পদক্ষেপ করতে চলেছে। প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসের চালকদের প্রতিও সতর্কবার্তা জারি করেছেন। তিনি বিহারের মাটি থেকে সন্ত্রাসীদের চ্যালেঞ্জ ছুঁড়েছেন। জানিয়ে দিয়েছেন, পৃথিবীর যে কোনাতেই লুকিয়ে থাকুন সন্ত্রাসীরা, মোদী ছেড়ে কথা বলবেন না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন যে সন্ত্রাসীরা কল্পনার চেয়েও কঠোর শাস্তি পাবে। প্রতিটি সন্ত্রাসীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। কাউকেই রেহাই দেওয়া হবে না।এই আক্রমণ কেবল সেই পর্যটকদের উপরই নয়, ভারতের আত্মাকেও আহত করেছে। ভারত মাথা নত করবে না। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চলেছে।

সঙ্গে থাকুন ➥