শ্রী ভট্টাচার্য, কলকাতা: নিয়তি যে এত নিঠুর, কে জানত! জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় অঝোরে কাঁদছে সারা বিশ্ব (Pahalgam Terror Attack Story)। নিরপরাধের মৃত্যু অপরাধের হাতে। হরিয়ানার কারনালের ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের মর্মান্তিক মৃত্যু ভুলতে পারছেন না কেউ। তাঁর চলে যাওয়ার, তাঁর সদ্য বিবাহিতা স্ত্রীয়ের চাপা বেদনায় আজ প্রকৃতিও ক্ষতবিক্ষত। তাঁদের শেষ দিনের একটি ছবিও ভাইরাল হয়েছে এদিন। দেখলে চোখে জল আসবে আপনারও।
জানা গিয়েছে, সবেমাত্র ৭ দিন হয়েছিল, বিয়ে করেছিলেন ২৬ বছর বয়সী নারওয়াল। স্ত্রীর সঙ্গে হানিমুনে গিয়েছিলেন কাশ্মীর, কিন্তু তিনি জানতেন না যে এটিই তাঁর জীবনের শেষ যাত্রা। সেই মহিলার কথা ভাবুন যার হাত এখনও বিয়ের মেহেন্দির গন্ধে ভরে রয়েছে। চোখের সামনে বিবাহিত জীবন ধ্বংস হতে দেখেছেন।
প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ২৬ বছর বয়সী নারওয়াল কোচিতে কর্মরত ছিলেন। ১৬ই এপ্রিল বিয়ের পর, তিনি কাশ্মীর বেড়াতে যান। নারওয়াল মাত্র দুই বছর আগে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং কোচিতে পোস্টিং পেয়েছিলেন। তাঁর মৃত্যু তাঁর পরিবার, সম্প্রদায় এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে মর্মাহত করেছে। প্রতিবেশী এবং স্থানীয়রা সমবেদনা জানিয়েছেন, অনেকেই নারওয়ালকে উজ্জ্বল ভবিষ্যতের একজন তরুণ অফিসার হিসাবে বর্ণনা করেছেন। তাঁর এক প্রতিবেশী বলেন, ‘নারওয়ালের বিয়ে চার দিন আগে হয়েছিল। সবাই খুশি ছিল। আমরা খবর পেয়েছি যে সন্ত্রাসীদের হাতে তিনি প্রাণ হারিয়েছেন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি নৌবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।’
আরও পড়ুন: অভিভাবক অতীত, ১০ বছর পেরোলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজেই চালাতে পারবে ছোটরা! কেন এমন পদক্ষেপ RBIর
বিনয় নারওয়ালের শেষ কাহিনী
বিনয় নারওয়ালের বুকে, ঘাড়ে এবং বাম হাতে সন্ত্রাসীরা গুলি করে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে বিনয়ের স্ত্রীকে বলতে শোনা যাচ্ছে যে সে সময় তাঁর স্বামী ভেলপুরি খাচ্ছিলেন। এমন সময় সন্ত্রাসীরা এসে তাঁকে তাঁর ধর্ম জিজ্ঞাসা করেন। যখন তাঁরা জানতে পারেন যে বিনয়ের ধর্ম আলাদা, তখন তাঁরা তাঁকে গুলি করে হত্যা করে। একটি ছবিতে বিনয়ের স্ত্রীকে তার স্বামীর মৃতদেহের কাছে বসে থাকতে দেখা যাচ্ছে, যা দেখলে পাথরও গলে যাবে।
প্রসঙ্গত, অনন্তনাগ জেলার পহেলগাম এলাকায় পর্যটকদের লক্ষ্য করে করা এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে, বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এই হামলার নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা পহেলগাম সন্ত্রাসী হামলার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন স্থানে মোমবাতি মিছিলে যোগ দিয়েছিলেন। বারামুল্লা, শ্রীনগর, পুঞ্চ এবং কুপওয়ারায় স্থানীয়রা মোমবাতি মিছিল করেছে, অন্যদিকে জম্মুতে বজরং দলের কর্মীরা সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।