বন্ধ বায়ুসীমা, বাতিল ভিসা, পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় কোণঠাসা হতেই পাল্টা পদক্ষেপ পাকিস্তানের

Pahelgam Attack Pakistan took steps against India

বন্ধ বায়ুসীমা, বাতিল ভিসা, পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় কোণঠাসা হতেই পাল্টা পদক্ষেপ পাকিস্তানের

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সম্প্রতি কাশ্মীরের পেহলগাঁওয়ে হওয়া সংগ্ৰাসবাদী হামলার জেরে প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয়। নিন্দনীয় এই ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কড়া ব্যবস্থা নিয়েছে। এরপর গতকালই জাতীয় নিরাপত্তা কমিটিরস সাথে বৈঠক হয়েছিল। আর এবার পাল্টা ভারতের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করল পাকিস্তান। কি কি পদক্ষেপ নেওয়া হল? জানতে শেষ অবধি পড়ুন।

কাশ্মীর হামলার জেরে ক্ষুদ্ধ ভারত পাল্টা প্রতিক্রিয়া পাকিস্তানের

পাকিস্তানের মতে, ভারত যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সেগুলি একতরফা ও গ্রহণযোগ্য নয়। সিন্ধু নদের জল বন্ধ করার ঘোষণার পাল্টা জানানো হয়েছে, ১৯৬০ সালে ওয়ার্ল্ড ব্যাঙ্কের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাই ভারত একক ভাবে এই চুক্তি বাতিল করতে পারে না। সিন্ধু নদের জলের উপর দেশের ২৪ কোটি মানুষের জীবিকা নির্ভর করে। তাই জলের প্রবাহ বন্ধ করা বা বাঁধা সৃষ্টি ‘যুদ্ধের সমান’ হিসাবে বিবেচিত হবে।

বন্ধ আকাশসীমা, স্থগিত ব্যবসায়িক সম্পর্ক

এছাড়া ভারতের সাথে পাকিস্তানের যে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা স্থগিত করার হুমকি দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, যে সমস্ত ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে ভারতের কোনো এয়ারলাইনসের প্লেন পাকিস্তানের আকাশ দিয়ে উড়তে পারবেন না।

ভারতীয়দের ফেরার জন্য ৩০শে এপ্রিল অবধি সময়

পাকিস্তানের মধ্যে দিয়ে তৃতীয় কোনো দেশে যে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক করা হয়েছিল সেগুলিকেও স্থগিত করা হয়েছে। একইসাথে ওয়াগা সীমান্ত বন্ধ করা হয়েছে। এছাড়া যে সমস্ত ভারতীয় নাগরিকেরা বৈধভাবে পাকিস্তানে এসেছিলেন তাদের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে ফিরে যাওয়ার জন্য।

আরও পড়ুনঃ একবার ইনভেস্ট করলেই নিশ্চিত আয়! পোস্ট অফিসের ধামাকা স্কিমে প্রতিমাসে মিলবে ৯,০০০ টাকা

কূটনৈতিক সম্পর্কে ধাক্কা বাতিল সার্ক ভিসা

ভারত থেকে পাকিস্তান যাওয়ার জন্য সার্ক ভিসা প্রদান করা হত। এই ভিসা বাতিল করা হয়েছে ও আগামী ৪৮ ঘন্টার মধ্যেই ভারতীয়দের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও শিখ ধর্মের মানুষদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়। এছাড়া দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে আসায় পাকিস্তানে থাকা ভারতীয় হাইকমিশনের কর্মী ৩০ জন করে বাকিদের আগামী ৩০শে এপ্রিলের মধ্যে ফেরত যাওয়র নির্দেশ দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥