পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে দাঁড়িয়ে রেশন ও আধার কার্ডের মত প্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে প্যান কার্ড মাস্ট। এক্ষেত্রে ছোটোখাটো কোনো ত্রুটি থাকলেই সমস্যা। তাই কোনো ভুল থাকলে সেটা দ্রুত সংশোধন করে নিতে হয়। আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো কিভাবে সহজেই প্যান কার্ডের ভুল তথ্য সঠিক করে নিতে পারবেন।
প্যান কার্ড সংশোধনের পদ্ধতি | How to Correct PAN Card?
আপনি যদি প্যান কার্ড তৈরির সময় কোনো ভুল তথ্য দিয়ে থাকেন বা কোনো কারণে ভুল কিছু এসে থাকে তাহলে অনলাইনের মাধ্যমেই সেটা সংশোধন করে নেওয়া যেতে পারে। কিভাবে? সেই পদ্ধতিই স্টেপ বাই স্টেপ জানানো হল নিচে।
অনলাইনে প্যান কার্ড সংশোধন | Online PAN Card Correction
- প্রথমেই ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর সেখানে নিজের প্যান কার্ডের নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে।
- লগইন করে নেওয়ার পর প্যান কার্ড কারেকশনের অপশন দেখতে পাবেন তাতে ক্লিক করতে হবে। এরপর প্যান কার্ডের নাম্বার, যেটা ঠিক করতে চান সেটা ও প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে।
- অনলাইনে সংশোধনের জন্য ৫০ টাকা ফি দিতে হয়। সংশোধনের আবেদনের সময়েই এই টাকাটা পেমেন্ট করে দিতে হবে।
- আবেদন সম্পন্ন হলে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে। সেটা লিখে রাখতে হবে, এটাই ভবিষ্যতে কাজে লাগবে।
অফলাইনে প্যান কার্ড সংশোধন | Offline PAN Card Correction
আপনি চাইলে অফলাইনের মাধ্যমেও প্যান কার্ড সংশোধন করতে। পারেন এর জন্য প্রথমেই প্যান কার্ডের অফিসে চলে যেতে হবে। সেখান থেকে সংশোধনের ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর সেই ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। আর যেটা ঠিক করতে চাইছেন সেটার সাপোর্টিং ডকুমেন্টস সহ অফিসে জমা দিতে হবে। অফলাইনে সংশোধনের জন্য ১০৭ টাকা চার্জ লাগতে পারে। চার্জ সহ ফর্ম জমা দেওয়ার পর কিছুদিন অপেক্ষা করলেই আপনার প্যান কার্ডের ভুল সংশোধন হয়ে যাবে