Panchayat Season 3,Panchayat Season 3 Cast Fees,Panchayat Cast,Jitendra Kumar,Neena Gupta,পঞ্চায়েত সিজেন ৩,পঞ্চায়েত ৩ পারিশ্রমিক,জিতেন্দ্র কুমার,অ্যামাজন প্রাইম ভিডিও,Amazon Prime Video,Web Series,ওয়েব সিরিজ

Partha

Panchayat Season 3: কেউ ৫.৬ লক্ষ তো কেউ মাত্র ১.৬,’পঞ্চায়েত সিজেন ৩’তে সচিব-প্রধানের দক্ষিণা কত জানেন?

নিউজশর্ট ডেস্কঃ বড়পর্দার সিনেমার বদলে বর্তমান যুগে ওটিটি এর সাফল্য আকাশছোঁয়া। একথা আবারও একবার প্রমাণ করেছে সদ্য মুক্তি পাওয়া ‘পঞ্চায়েত সিজেন ৩’ (Panchayat Season 3)। আমাজন প্রাইম ভিডিওর এই সিরিজের জন্য রীতিমত অপেক্ষায় ছিল দর্শকেরা। তাই রিলিজ হতেই সোশ্যাল মিডিয়াময় সচিবজি, প্রধান থেকে প্রল্হাদ এর মত চরিত্ররা।

   

জনপ্রিয়তায় ভাটাতো পরেইনি, বরং আরও বেড়েছে। তবে অনেকেই এটাও জানতে আগ্রহী যে ওয়েব সিরিজের জন্য কতটাকা পারিশ্রমিক পেলেন অভিনেতারা? এই প্রতিবেদনা সেই প্রশ্নের উত্তরই রইল আপনাদের জন্য।

পঞ্চায়েত সিজেন ৩ তারকাদের পারিশ্রমিক (Panchayat Season 3 Cast Fees)

‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের শুরু হয়েছিল ২০২০ সালের এপ্রিল মাসে। প্রথমবারেই ‘ফুলেরা’র কাহিনী মনে ধরেছিল সকলের। একদিকে শহুরে সচিবজি অন্যদিকে গ্রামের বাসিন্দারা সাথে ছিল হালকা রাজনীতি সব মিলিয়ে কাহিনী একেবারে জমে ক্ষীর। অবশ্য এই সিরিজের আগেই জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন সচিবজি থুড়ি অভিনেতা জিতেন্দ্র কুমার। আজও ‘জিতু ভাইয়া’ বললেই চিনে যায় সকলে।

Panchayet Season 3 Cast Fees

আরও পড়ুনঃ লাইফ হবে ঝিঙ্গালালা, ফ্রীতেই AC চলবে সারা দিন! গরম থেকে বাঁচতে আজই লাগান এই সোলার এসি

গোটা সিরিজের মধ্যমণি সচিবজি তাই তার পারিশ্রমিক যে সর্বোচ্চ হবে সেটা অনেকেই আন্দাজ করেছিলেন। সেই অনুমানই সঠিক, যেমনটা জানা যাচ্ছে প্রতিটি পর্বের জন্য ৭০,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছেন জিতেন্দ্র। অর্থাৎ সর্বমোট ৫ লক্ষ ৬০ হাজার টাকা পেয়েছেন তিনি।

Panchayat Season 3,Panchayat Season 3 Cast Fees,Panchayat Cast,Jitendra Kumar,Neena Gupta,পঞ্চায়েত সিজেন ৩,পঞ্চায়েত ৩ পারিশ্রমিক,জিতেন্দ্র কুমার,অ্যামাজন প্রাইম ভিডিও,Amazon Prime Video,Web Series,ওয়েব সিরিজ

এরপর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন ফুলেরার মহিলা প্রধান তথা ‘মঞ্জু দেবী’ অভিনেত্রী নীনা গুপ্তা। প্রতি পর্বের জন্য ৫০,০০০ টাকা হিসাবে মোট ৪ লক্ষ টাকা পেয়েছেন তিনি। অন্যদিকে প্রধানের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর যাদব। প্রতি পর্ব পিছু ৪০,০০০ টাকা অর্থাৎ মোট ৩ লক্ষ ২০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।

এছাড়াও গল্পের গুরুত্ত্বপূর্ণ চরিত্রে ছিলেন চন্দন রায়। ভাবছেন কোন চরিত্রে ছিলেন তিনি? চন্দনকে দেখা গিয়েছিল গ্রাম পঞ্চায়েত সহকারী ‘বিকাশ’ চরিত্রে। অভিনেতা মাত্র ২০,০০০ টাকা পেয়েছেন এক একটি পর্বের জন্য। অর্থাৎ সবচেয়ে কম পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে অন্যতম চন্দন।