Arijit

আইপিএলে সাফল্য পেতে এবার কেকেআরের প্রাক্তনদের দিকে নজর পাঞ্জাবের

আইপিএলের অন্যতম জনপ্রিয় দল হচ্ছে পাঞ্জাব কিংস। অনেক সমর্থক রয়েছে এই দলের। তবে ২০১৪ সালের পর থেকে আইপিএলে প্লে-অফে উঠতে পারেনি পঞ্জাব। ২০২০ সালে দলের কোচ করে আনা হয়েছিল কুম্বলেকে। তাতেও ভাগ্য বদলায়নি। কুম্বলের অধীনে তিন বছরই ষষ্ঠ স্থানে শেষ করেছিল দল।

   

এই পারফরম্যান্সে বিশেষ খুশি নয় পঞ্জাব ম্যানেজমেন্ট। তাই কুম্বলের সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে না তারা।
অনিল কুম্বলের সঙ্গে চলতি বছর সেপ্টেম্বর মাসে চুক্তি শেষ হচ্ছে পঞ্জাব কিংসের। সূত্রের খবর, এর পরে কুম্বলেকে আর কোচ হিসাবে রাখতে চাইছে না প্রীতি জিন্টার দল।

কুম্বলেকে ছেড়ে এবার পাঞ্জাব কিংসের নজরে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক ও কোচ। আগামী মরসুমে দলের কোচ হিসাবে অইন মর্গ্যান ও ট্রেভর বেলিসের দিকে নজর দিয়েছে তারা।