Darjeeling

anita

Darjeeling: পাহাড় প্রেমীদের জন্য খুশির খবর! দীর্ঘ ৭ বছর দার্জিলিংয়ে শুরু হচ্ছে এই পরিষেবা 

নিউজ শর্ট ডেস্ক: পর্যটকদের (Tourist) কাছে বিশেষ করে পাহাড় প্রেমীদের কাছে আবেগের আরেক নাম দার্জিলিং (Darjeeling)। আর যারা  অ্যাডভেঞ্চার করতে ভালবাসেন তাদের উইশ লিস্টে থাকে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস রাইড (Adventurous Ride)। 

   

তাই এবার দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকদের কথা ভেবেই দীর্ঘ সাত বছর পর এই শৈল শহরে ফের একবার শুরু হচ্ছে প্যারাগ্লাইডিং (Paragliding)। যার ফলে এবার দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকদের বেড়ানোর আনন্দ দ্বিগুণ হতে চলেছে।

আগামী দিনে দার্জিলিংয়ের সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত পর্যটকদের জন্য চালু হতে চলেছে প্যারাগ্লাইডিং। হাওয়ায় ভেসে ভেসে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করার এই অ্যাডভেঞ্চারাস রাইড-এর জন্য পর্যটকদের খরচ হবে মাত্র ৩৫০০ টাকা।

দার্জিলিং,Darjeeling,প্যারাগ্লাইডিং,Paragliding,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,ভ্রমণ,Travel

তবে এই এখানে জানিয়ে রাখি এই দীর্ঘ আড়াই কিলোমিটার পথ প্যারাগ্লাইডিং করার জন্য অবশ্যই আগে থেকে বুকিং করে রাখতে হবে।প্রশিক্ষণপ্রাপ্ত দু’জন গ্লাইডার এবং দুজন পাইলট-কেই এই প্যারাগ্লাইডিং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের প্যারাগ্লাইডিংয়ের পরিচালক।

আরও পড়ুন: এবার গুনতে হবে বেশি টাকা! ৫ বছর পর এই বিভাগের ভাড়া বাড়ালো রেল

জানা যাচ্ছে প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত দার্জিলিংয়ে এই পরিষেবা পাওয়া যাবে।কারণ হিসাবে জানা যাচ্ছে সকাল দশটার পর পশ্চিমী হাওয়ার দাপট থাকার কারণে এই সময়ে প্যারাগ্লাইডিং করা সম্ভব হয় না। আপাতত রোজ ৬ জন করে পর্যটক প্যারাগ্লাইডিং উপভোগ করতে পারবেন।

দার্জিলিং,Darjeeling,প্যারাগ্লাইডিং,Paragliding,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,ভ্রমণ,Travel

তবে তার জন্য পর্যটকদের ৫০০ টাকা দিয়ে আগাম বুকিং করতে হবে। আর বাকি টাকা প্যারাগ্লাইডিংয়ের সময় দিতে হবে। জানা যাচ্ছে এই অ্যাডভেঞ্চারাস রাইড-এর জন্য পর্যটকদের নূন্যতম ঝামেলা পোহাতে হবে না। হোটেল থেকেই তাদের তুলে নিয়ে যাওয়া হবে সেন্ট পলসে এরপর লেবংয়ে অ্যাডভেঞ্চার শেষ হওয়ার পর গাড়ি করেই তাদের পৌঁছে দেওয়া হবে হোটেলে।