পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন যে কোটি কোটি মানুষ ভারতীয় রেলের দৌলতে কর্মস্থলে পৌঁছে যান একথায় কোনো সন্দেহ নেই। তবে এখনও এমন কিছু রুট রয়েছে যেখানে যাত্রীর তুলনায় ট্রেন সংখ্যা কম বা থাকলেও সেটা পর্যাপ্ত নয়। এই যেমন দুর্গাপুর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। তাই এবার দুর্গাপুর টু হাওড়া লোকালের (Durgapur-Howrah Local) দাবি শোনা গেল যাত্রীদের মুখে।
দুর্গাপুর-হাওড়া লোকাল চালুর দাবি যাত্রীদের
আসলে পশ্চিবঙ্গের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে অন্যতম একটি হল দুর্গাপুর। কর্মসূত্রে প্রচুর মানুষকে প্রতিদিন দুর্গাপুর স্টেশন থেকে হাওড়া, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় যেতে হয়। গুরুত্বপূর্ণ রুট হওয়া সত্ত্বেও আলাদা করে দুর্গাপুর থেকে হাওড়া যাওয়ার কোনো ট্রেন নেই। হয় এক্সপ্রেস ট্রেন নয়তো প্রথমে লোকাল ট্রেনে বর্ধমান, তারপর সেখান থেকে হাওড়া পৌঁছাতে হয়। তাই এবার সরাসরি দুর্গাপুর থেকে হাওড়া অবধি লোকাল চালুর দাবি শোনা গেল যাত্রীদের মুখে।
এক যাত্রীর মতে, পানাগড়, মানকরে মত স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষকে কলকাতা যেতে হয়। এদিকে ডিরেক্ট ট্রেন না থাকার কারণে বেশ সমস্যায় পড়তে হয়। লোকাল ট্রেনে বর্ধমান পৌঁছানো থেকে সেখান থেকে পুনরায় ট্রেন ধরে হাওড়া। এর মাঝে একটু দেরি হলেই যেমন ট্রেন মিস হয়, তেমনি লাইনের সমস্যার কারণে যাত্রদেও অনেক সময়েই দেরি হয়।
পূর্বেও উঠেছিল দাবি
দুর্গাপুর থেকে হাওড়া অবধি সরাসরি ট্রেন চালুর দাবি এই প্রথম নয়। ২০০৭ সালে লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন একটি রেলব্রিজ শিলান্যাস করতে এসেছিলেন। তখনও এই হাওড়া অবধি সরাসরি ট্রেন চালুর দাবি রাখা হয়েছিল। সেই সময় প্রতিশ্রুতি দেওয়া হেয়ছিল ঠিকই তবে ১৮ বছর পেরিয়ে গেলেও সুরাহা হয়নি।
আরও পড়ুনঃ তারিখ পে তারিখ! সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে পরবর্তী শুনানি?
এই প্রসঙ্গে এক রেল আধিকারিককে সংবাদ মাধ্যমের তরফ থেকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কোন রুটে কী ট্রেন চলবে সেটা রেলবোর্ড ঠিক করে। সমীক্ষার মাধ্যমে নতুন রুট চালুর প্রস্তাব রাখা হতে পারে। তবে একথা ঠিক যে ট্রেন চালু হলে বহু মানুষের উপকার হবে। কারণ, শুধু কর্মসূত্রে নয় বরং চিকিৎার জন্যও বহু মানুষ কলকাতা যান। দুর্গাপুর থেকে হাওড়া অবধি সরাসরি ট্রেন চালু হলে তাদের যাত্রা যেমন সুবিধাজনক হবে তেমনি অনেকটা সময়ও বাঁচানো যাবে।