সুপ্রিম নির্দেশের পরেও অনিশ্চিত বর্ধিত হারে পেনশন! ৩ লক্ষ কোটি খরচের জেরে চিন্তায় খোদ কেন্দ্র

Pension Hike Delay

সুপ্রিম নির্দেশের পরেও অনিশ্চিত বর্ধিত হারে পেনশন! ৩ লক্ষ কোটি খরচের জেরে চিন্তায় খোদ কেন্দ্র

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কেন্দ্রীয় সরকার ও EPFO-র বর্ধিত পেনশন (Pension Hike Delay) নিয়ে প্রবীণ গ্রাহকদের হতাশা বাড়ছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও প্রায় সাড়ে ১৭ লক্ষ প্রবীণ আবেদনকারী মাসের পর মাস অপেক্ষা করেও পেনশনের বাড়তি টাকা পাচ্ছেন না। কেন এই গড়িমসি? কেন আবেদনে করলেও সাড়া দিচ্ছে না অর্থমন্ত্রক? প্রশ্ন উঠলেও মিলছে না কোনো উত্তর!

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অনিশ্চিত বর্ধিত পেনশন

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-র অন্তর্বর্তী রিপোর্ট বলছে, যদি যোগ্য আবেদনকারীর অর্ধেককেও বর্ধিত পেনশন দিতে হয়, তাতে দপ্তরের খরচ হতে পারে প্রায় ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা। আর সব আবেদন মঞ্জুর হলে খরচ পৌঁছবে প্রায় পৌনে তিন লক্ষ কোটিতে! এই বিপুল অর্থ কোথা থেকে আসবে? এই প্রশ্নের স্পষ্ট উত্তর নেই কেন্দ্র বা ইপিএফও-র কাছে।

আধিকারিকদের মতে, ভবিষ্যতে কর্মীদের জমা বাড়লেও তাৎক্ষণিকভাবে এত বড় অঙ্কের ঘাটতি সামাল দেওয়া বেশ কঠিন। ফলে, আবেদনকারীদের বেশিরভাগই এখনও অপেক্ষায়। মোট আবেদনকারী ১৭ লক্ষ ৪৯ হাজারের মধ্যে ইতিমধ্যেই প্রায় ৭ লক্ষ ৩৫ হাজার আবেদন বাতিল হয়েছে নানা শর্তের ফাঁদে। আর পেনশন চালু হয়েছে মাত্র ৪০ হাজারেরও কম জনের।

কি বলছে EPFO?

ইপিএফও বলছে, সব আবেদন প্রসেসিং শেষ না হলে, বাস্তবের আর্থিক ঝুঁকি ও ভবিষ্যৎ হিসেব বিশ্লেষণ করা সম্ভব নয়। তাই দপ্তর ধীরে ধীরেই এগোচ্ছে-প্রথমে কয়েক হাজার আবেদনকারীর হিসেব করে খরচের আভাস নেওয়া হচ্ছে। তাছাড়া কেন্দ্রের যুক্তি, এতদিন পেনশন না দেওয়ায় ‘এরিয়ার’ হিসেবে এককালীন অনেক টাকা দিতে হচ্ছে, যা তহবিলের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

আরও পড়ুনঃ Axis, ICICI সহ ৫ বড় ব্যাঙ্কের উপর বড় ব্যবস্থা নিল RBI, কতটা বিপাকে গ্রাহকেরা?

কি হবে পেনশনের ভবিষ্যৎ?

যে হারে কাজ এগোচ্ছে তাতে আগামী দিনে কি হবে তা নিয়ে বেশ চিন্তিত কর্মী থেকে শুরু করে বিশেষজ্ঞরাও। তবে এই প্রসঙ্গে কেন্দ্রীয় অছি পরিষদের সদস্য তথা TUCC এর সাধারণ সম্পাদক জানান, বিরাট অঙ্কের পেনশন মেটাতে গিয়ে দফতরের তহবিলে যে বেশ টান পড়বে সেই বিষয়ে কোন সন্দেহ নেই। তবে আগামী দিনে PF গ্রাহকদের দৌলতে প্রচুর টাকা জমাও হবে তাই সেই সময় এই ঘাটতি পুষিয়ে নেওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥