বড়সড় বদল পেনশনের নিয়মে, ধন্য ধন্য করছেন সরকারি কর্মীরা

Central Govt made changes in Pension Rules

বড়সড় বদল পেনশনের নিয়মে, ধন্য ধন্য করছেন সরকারি কর্মীরা

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি সরকারি চাকরি করেন বা চাকরি কিছু মাসের মধ্যেই অবসর নিতে চলেছেন? তাহলে আপনার জন্য সুখবর দিল ভারত সরকার। নোটেশনাল ইনক্রিমেন্ট নিয়ে বড় ঘোষণা এসেছে যা অবসর নিতে চলা কর্মীদের পেনশনের অঙ্কটা অনেকটাই বাড়িয়ে দেবে। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে কর্মী ও প্রশিক্ষণ বিভাগ। কি জানানো হল? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

অবসর নিতে চলা সরকারি কর্মীদের উদ্দেশ্যে বড় নির্দেশিকা

DoPT এর জারি করা নির্দেশিকা অনুযায়ী, যদি কোনো কেন্দ্র সরকারের কর্মী আগামী ৩০ শে জুন কিংবা ৩১ শে ডিসেম্বর এর ১  দিন আগে অবসরগ্রহন করেন তাহলে তাকে নোটেশনাল ইনক্রিমেন্ট নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। কেন্দ্রের তরফ থেকে বর্ধিত হারে বেতন, মহার্ঘ ভাতা পাওয়া যাবে। যেটা প্রতিবছর ১ জানুয়ারি এবং জুলাই থেকে প্রযোজ্য হয়।

আসলে এর আগে যদি ইনক্রিমেন্টের এক দিন আগেও অবসর গ্রহণ করতেন কোনো কর্মী তাহলে একপ্রকার সুবিধা থেকে বঞ্চিত হতেন তারা। কারণ ইনক্রিমেন্ট হত ঠিকই তবে সেটা নামমাত্র। তবে এবার থেকে ১ দিনের জন্য কোনো সমস্যা হবে না। যদিও নয়া নির্দেশিকায় বেতনের উপর কোনো প্রভাব পড়ছে না তবে ইনক্রিমেন্ট হওয়ার জেরে পেনশনে বেশি টাকা পাওয়া যাবে।

দারুণ খুশি সরকারি কর্মীরা

সরকারের এহেন নির্দেশিকা আসার ফলে স্বাভাবিকভাবেই খুশি লক্ষ লক্ষ কর্মীরা। কারণ অনেকেই এই সমস্যার সম্মুখীন হতে পারতেন। তবে নয়া ঘোষণার পর আর কোনো সমস্যাই থাকল না।

আরও পড়ুনঃ ‘দাদাগিরি’ শেষ সৌরভের! কে হবেন নয়া সঞ্চালক? উঠে এল এই নামগুলি …

প্রসঙ্গত, ২০০৬ সালের আগে প্রত্যেক সরকারি কর্মীর বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের তারিখ আলাদা ছিল। কিন্তু পরবর্তীতে সেটা বদলে ১লা জুলাই করে দেওয়া হয়। এরপর ২০১৬ সালে ফের একবার নিয়ম বদল হয়, যার ফলে ১ লা জানুয়ারি ও ১ লা জুলাই দুটি তারিখ নির্ধারিত হয়। সেই নিয়মই চলে আসছিল এতদিন।

সঙ্গে থাকুন ➥