পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজারে ডলারে সাপেক্ষে ভারতীয় টাকার দাম কমছে। যার জেরে এবার অপরিশোধিত তেলের দামও বেড়েছে বেশ কিছুটা। এই মুহূর্তে এক ব্যারেল জ্বালানির দাম প্রায় ৭৬ মার্কিন ডলার হয়ে গিয়েছে। যার ফলে দেশের তেল সরবরাহকারী কোম্পানিগুলি নিজেদের দামের পরিবর্তন করেছে। আজ ১৯শে ফেব্রুয়ারি কত হল পেট্রোল ও ডিজেলের দাম? চলুন দেখে নেওয়া যাক।
আজ পেট্রোল ও ডিজেলের দাম | Petrol and Diesel Price Today |
যেমনটা জানা যাচ্ছে, আজ ভারতের বেশ কিছু শহরে পেট্রোল ও ডিজেলের দামে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। যেমন তিরুবন্তপুরমে ১৮ পয়সা বেড়ে পেট্রোলের নমতুন দাম হয়েছে ১০৭.৪৮ টাকা প্রতি লিটার ও ৩০ পয়সা বেড়ে ডিজেলের নতুন দাম হয়েছে ৯৬.৪৮ টাকা প্রতি লিটার। অন্যদিকে জয়পুরে ৯৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১০৫.৪০ টাকা ও ৮৯ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯০.৮২ টাকা।
এদিকে কিছু জায়গায় জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। ভুবনেশ্বরে ২৮ পয়সা কমে পেট্রোলের নতুন দাম হয়েছে ১০১.১১ টাকা ও ২৭ পয়সা কমে ডিজেলের নতুন দাম হয়েছে ৯২.৭৯ টাকা। এছাড়া পাটনাতেও ১২ পয়সা কমে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৫.৪১ টাকায় আর ১১ পয়সা কমে ডিজেল বিক্রি হচ্ছে ৯২.২৬ টাকায়।
কলকাতায় কত হল পেট্রোল ও ডিজেলের দাম?
বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে জ্বালানি তেলের দাম ওঠানামা করলেও কলকাতা সহ মুম্বাই, চেন্নাইয়ের মত শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়ে গিয়েছে। আজ ১৯শে ফেব্রুয়ারি কলকাতায় পেট্রোল ১০৪.৯৫ টাকা ও ডিজেল ৯১.৭৬ টাকা প্রতি লিটার হিসাবে বিক্রি হচ্ছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পাশাপাশি আরও বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেমন কেন্দ্র ও রাজ্য সরকারের চাপানো কর থেকে শুরু করে এক্সাইজ ডিউটি, ট্রান্সপোর্টেশন খরচ ও ডিস্ট্রিবিউশন খরচ সব মিলিয়ে তেলের দাম নির্ধারিত হয়।