Deepika Padukone

Moumita

১৩ বছর বয়সে আমিরের সাথে দেখা হয় দীপিকার, সেদিনের ঘটনা কখনোই ভুলবেন না বলিউডের ‘মাস্তানি’!

অতীতের স্মৃতি হাতড়াতে কার না ভালো লাগে! এই যেমন সম্প্রতি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের (Aamir Khan) সঙ্গে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) একটি পুরনো ছবি (Old Photos) ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে (Social Media)। জানা গেছে এই ছবিটি যখন তোলা হয়েছে তখন মাত্র ১৩ বছর বয়স ছিল দীপিকার।

   

বর্তমান সময়ের কথা বললে, বলিউডের প্রথম সারির তারকা আমির খান এবং দীপিকা পাডুকোন। তবে এখনও পর্যন্ত কোনো ছবিতে একসাথে স্ক্রিন শেয়ার করেননি তারা। তবে সাম্প্রতিক ভাইরাল এই ছবিটি দেখে দারুণ উত্তেজিত হয়ে উঠেছে দর্শকরা।

প্রসঙ্গত উল্লেখ্য, একথা হয়তো অনেকেই জানেননা যে, আমির খানের সঙ্গে প্রথমবার দীপিকার দেখা হয় তখন মাত্র ১৩ বছর বয়স ছিল নায়িকার। লকডাউন চলাকালীন বেশকিছু পুরোনো ছবি শেয়ার করেছিলেন দীপিকা। তারই মধ্যে একটি ছবিতে আমির খানের সঙ্গে দেখা গেছে তাকে।

বলিউড,বিনোদন,গসিপ,দীপিকা পাড়ুকোন,আমির খান,পুরোনো ছবি,সোশ্যাল মিডিয়া,ইনস্টাগ্রাম,Bollywood,Entertainment,Gossip,Deepika Padukone,Aamir Khan,Old Photos,Social Media,Instagram

নায়িকার শেয়ার করা ছবিতে তার পরিবারের সদস্যদেরও দেখা গেছে। তারমধ্যে একটি ছবিতে তিনি আমির খানের সঙ্গে বসে রয়েছেন। এই ছবিতে দেখা যাচ্ছে কালো শার্ট এবং প্যান্ট পরে রয়েছে দীপিকা। নায়িকার একদিকে বসে রয়েছেন প্রকাশ পাড়ুকোন অন্যদিকে রয়েছেন আমির খান।

ভাইরাল এই ছবিতে দীপিকার মা ও বোনকেও দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, এই সময় তার বয়স ছিল ১৩ বছর। দই ভাত দিয়ে দুপুরের লাঞ্চ সারছিলেন তিনি। সেই সময় দীপিকারও বেজায় খিদে পেয়েছিল। তবে তাকে নাকি কেউ খাবারের কথা জিজ্ঞেসই করেননি। এমনকি আমির খানও না।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ছবি ‘ঐশ্বরিয়া’র দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন দীপিকা। আর এর পরের বছর অর্থাৎ ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’-এ শাহরুখ খানের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করেন দীপিকা। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন অভিনেত্রী।