ফের গাছে উঠল গল্পের গরু! সম্পর্কে ভাইবোন রোহিত-ফুলকি? জব্বর টুইস্ট ফাঁস করলেন পরিচালক

Phulki Serial Big Twist Promo says Rohit and Phulki are brother sister

ফের গাছে উঠল গল্পের গরু! সম্পর্কে ভাইবোন রোহিত-ফুলকি? জব্বর টুইস্ট ফাঁস করলেন পরিচালক

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানে সিরিয়াল, একথা একেবারে অনস্বীকার্য। তেমনি বাংলা ধারাবাহিকে মাঝে মধ্যে এমন কিছু ট্র্যাক আসে যা রীতিমত চমকে দেয় একথাও অস্বীকার করা যায় না। বিচিত্র বিয়ে থেকে শুরু করে একাধিক বিয়ে এমনকি সম্পর্কের জটিলতা খুবই সাধারণ বিষয় হয়ে গিয়েছে। তবে এবার জি বাংলার ফুলকি (Phulki) সিরিয়ালের যে টুইস্ট এসেছে তা দেখে রীতিমত হতবাক নেটপাড়া।

মাথা ঘোরানো টুইস্ট ফুলকি সিরিয়ালে

হ্যাঁ ঠিকই দেখছেন, রীতিমত মাথা ঘুরিয়ে দেওয়ার মত টুইস্ট এসেছে ধারাবাহিকে। শুরু থেকেই রোহিত ও ফুলকির জুটি বেশ পছন্দ ছিল দর্শকদের। একদিকে যেমন রাগী আর একগুঁয়ে স্বভাবের রোহিত স্যার তেমনি প্রাণবন্ত আর ছটফটে ফুলকি। দুজনের বিয়ে হলেও একেঅপরকে স্বামী-স্ত্রী হিসাবে মেনে নিতে অনেক কাঠখড় পড়াতে হয়েছিল। কিন্তু এবার জানা যাচ্ছে তারাই  নাকি ভাই বোন।

আজ্ঞে হ্যাঁ! টিআরপি তুলতে এবার কাহিনীতে এমনই টুইস্ট এনেছে জি বাংলা। সম্প্রতি যে প্রোমো প্রকাশ্যে এসেছে তা দেখে একপ্রকার অবাক সকলেই। সেখানে দেখানো হয়েছে রোহিত ফুলকি নাকি ভাই-বোন। স্বাভাবিকভাবেই এমন একটা প্রোমো দেখার পর শুরু হয়েছে ট্রোলিং ও বিতর্কের। এমতাবস্থায় মুখ খুললেন খোদ সিরিয়ালের পরিচালক।

রোহিত-ফুলকি নাকি ভাইবোন! কি বলছেন পরিচালক?

ফুলকি সিরিয়ালের পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজেন্দ্রপ্রসাদ। এর আগে মিঠাই থেকে রানী রাসমণির মত সুপারহিট মেগার পরিচালনা করেছেন তিনি। তাই দর্শকেরা কিছুটা অপ্রস্তুত এমন একটা টুইস্টের জন্য। যদিও পরিচালকের মতে, গল্প কোন দিকে ঘুরবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে দর্শকদের আস্থা রাখার জন্য আবেদন করেছেন তিনি।

আরও পড়ুনঃ বন্দে ভারত অতীত, ঘন্টায় ১১০০ কিমি বেগে ছুটবে ট্রেন! আসছে ভারতের প্রথম হাইপারলুপ ট্রেন

এদিন পরিচালক জানান, ‘পল্ট কোনদিকে এগোচ্ছে সেটা এখনই বলা যাবে না। প্রোমোতে দেখানো হয়েছে ঠিকই তবে প্রমাণিত হয়নি। শুধু একটা কথাই বলব,  অতীতেও আপনারা আমার উপর ভরসা রেখেছেন  এবারেও রাখুন। এমন কিছু ফুলকিতে দেখানো না যাতে সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই কিছুদিন অপেক্ষার অনুরোধ রইল’। তাই আগামী দিনে কি চমক আসছে সেটা দেখার জন্য অপেক্ষা করতেই হবে।

সঙ্গে থাকুন ➥