ভারতের দিকে চোখ, ড্রোন দিয়েই উড়িয়ে দিল এয়ার ডিফেন্স সিস্টেম, মাথাই নষ্ট পাকিস্তানের

India Pakistan Tension Rise as Pakistan Air Defense System Neutralized

ভারতের দিকে চোখ, ড্রোন দিয়েই উড়িয়ে দিল এয়ার ডিফেন্স সিস্টেম, মাথাই নষ্ট পাকিস্তানের

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পাহেলগাঁওয়ে হওয়া নৃশংস হামলার পর গত মঙ্গলবার চরম প্রত্যাঘাত এনেছে ভারত। ২৫ মিনিটের অপারেশন সিঁদুরে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর সহ পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে ২৪টি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে ভারতীয় সেনা। যার ফলস্বরূপ ১০০ জঙ্গি নিহত। তবে এরপরেও শিক্ষা হয়নি পাকিস্তানের! ভারতের ১৫টি শহরকে টার্গেট করে মিসাইল অ্যাটাকের প্ল্যান ছিল পাকিস্তানের। তবে সেটা বাস্তবায়িত হওয়ার আগেই ফের জবাব দিল ভারত। গুড়িয়ে দেওয়া হল লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম।

বরবাদ লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম

যেমনটা জানা যাচ্ছে, বৃহস্পতিবার পাকিস্তানের ৯টি শহরের ড্রোন হামলা হয়। যার ফলে শিয়ালকোট ও লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ইউনিটগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রমতে খবর পাকিস্তানে চিনের তৈরি HQ-9 মিসাইল ডিফেন্স সিস্টেম গুলিকে টার্গের করা হয় ফলে কার্যত প্রতিরক্ষাহীন হয়ে গিয়েছে পাকিস্তান সেনা।

বুধবার রাতে ১৫ সীমান্তবর্তী এলাকায় হামলার চেষ্টা পাকিস্তানের

ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে গতকাল অর্থাৎ বুধবার রাত্রে ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। তবে হামলার আভাস পেতেই সতর্ক হয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আর ব্যর্থ হয়ে যায় পাক হামলার চেষ্টা। যে শহরগুলিতে হামলার ষড়যন্ত্র করা হচ্ছিল সেগুলির মধ্যে অন্যতম হল শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, চন্ডিগড় ইত্যাদি।

ভারতীয় সেনার বয়ান

এদিন ভারতীয় সেনার তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যেখানে জানানো হয়েছে, সেখানে বলে হয়েছে ভারতের বায়ুসীমা রক্ষার জন্য S-400 সুদর্শন চক্র ব্যবহার করা হয়। যেটা বিশ্বের সবচেয়ে উন্নত ডিফেন্স সিস্টেমের মধ্যে অন্যতম। ৬০০ কিলোমিটার দূর থেকে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে সক্ষম এই S-400। আর একবার চিহ্নিত হলেই সেটা নিষ্ক্রিয়ও করে দিতে পারে। এর জেরেই পাক ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র প্রয়োগ ব্যর্থ হয়েছে।

বিনা প্ররোচনায় পাকিস্তানের এই হামলা যুদ্ধ হিসাবেই বিবেচনা করা হচ্ছে নয়া দিল্লির তরফ থেকে। তারই পরবর্তীতে সেই মাত্রা বজায় রেখেই পাকিস্তানে ড্রোন হামলা চালানো হয়েছে। সাথে আরও জানায় হয়েছে, শান্তি রাখার জন্য আমরা বদ্ধপরিকর। কিন্তু ভারতের শান্তিরক্ষার প্রয়াসকেও সন্মান জানানো উচিত পাকিস্তানী সেনার।

সঙ্গে থাকুন ➥