চাঁদে বাড়ির তৈরির কথা নতুন নয়। এবার সেই কাজে জোর দিতে বাড়ির নকশা তৈরি করছেন ভারতের বিজ্ঞানীরা। মাটির পৃষ্ঠতল থেকে একটু নিচে তৈরি করা হতে পারে কাঠামো। কারণ সেখানে কোনো বায়ুমন্ডল নেই। আর সিমেন্টের বদলে কাজে লাগানো হবে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া থেকে পাওয়া উন্নত পদার্থ সিমেন্টের থেকেও মজবুত হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।