কৃষকরাই গড়ে দিচ্ছেন ভারতের আত্মনির্ভর হওয়ার ভিতঃ মন কি বাত-এ প্রধানমন্ত্রী

কৃষি বিল নিয়ে বিতর্কের মাঝে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এ রবিবার উঠে এল কৃষকদের কথাই। তিনি নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় বলেছেন, ‘কৃষকরাই ভারতকে আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভিত গড়ে দিয়েছে… এই লকডাউনের সময় আমাদের কৃষি ক্ষেত্র দেখিয়ে দিয়েছে দেশের মাটি এখনও কতো মজবুত…।’

Avatar

Koushik Dutta

X